গানে সকল অপকর্ম বন্ধ করতে বললেন সাব্বির নাসির
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/10/15/sabbir_nasir.jpg)
গায়ক সাব্বির নাসির। ছবি : সংগৃহীত
‘ড্রাউনিং’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন গায়ক সাব্বির নাসির। আজ শুক্রবার (১৫ অক্টোবর) গানটি গায়কের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটি প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘এ গানের মিউজিক ভিডিওতে মানবপাচার, শিশুদের দিয়ে দেহ ব্যবসাসহ পৃথিবীর বুকে অর্থাৎ মাটি ও পানিতে ঘটে যাওয়া সকল অপকর্ম বন্ধ করার জন্য বলা হয়েছে।’
গায়ক গানটি প্রসঙ্গে আরও বলেন, ‘সীমান্ত তীরবর্তী এলাকার কথাও তুলে ধরা হয়েছে। বড় বড় সমুদ্রতে জলদস্যুদের জাহাজ অপকর্মের ভার বহন করে নিয়ে যায়, এই নারকীয় অপরাধের ভারে আমরা যেন প্রতিনিয়ত ডুবে যাই। এই গান একটা ডাক, এটা এক প্রতিবাদের, বিপ্লবের সুর। আশা করি, গানের কথা, সুর, গায়কি এবং গানের ভিডিও সকলের পছন্দ হবে।’
‘ড্রাউনিং’ গানটির ফিচারিং করেছে এপিরাস। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক।