ঘরে রনি, সুন্দরবনে পরী
অনেকটা হঠাৎ করেই বিয়ে করেছেন ঢালিউড অভিনেত্রী পরী মণি। গত ১০ মার্চ রাতে ঢাকার রাজারবাগের কাজি অফিসে ছোটপর্দার নির্মাতা কামরুজ্জামান রনিকে বিয়ে করেন তিনি। বিয়ের ঠিক তিনদিন পর অর্থাৎ ১৪ মার্চ সকালে একটি ছবির শুটিংয়ের জন্য সুন্দরবনের উদ্দেশে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে লঞ্চে যাত্রা শুরু করেন পরী। মোট ২৫ দিন লঞ্চে কাটাবেন তিনি।
তবে স্বামীকে নিয়ে লঞ্চ ভ্রমণ নয়, বরং নতুন ছবির শুটিং করতেই লঞ্চে যাত্রা করছেন পরী মণি। আবু রায়হান জুয়েল পরিচালিত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুট করছেন তিনি।
অন্যদিকে, পরীর বর নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য, নির্মাতা কামরুজ্জামান রনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। নিজের কাজ নিয়ে ব্যস্ত। তবে এরই মধ্যে শুটিং স্পটে স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।
বিয়ে প্রসঙ্গে এনটিভি অনলাইনকে কামরুজ্জামান রনি বলেন, ‘আসলে বিয়েটা অনেকটা হঠাৎ করেই হয়ে গেছে। এখন করোনাভাইরাস আতঙ্ক চলছে, যে কারণে এ বিষয়ে কিছু বলতে চাই না। সব কিছু স্বাভাবিক হোক, তারপর আমাদের বিয়ের প্রসঙ্গে কথা হবে। সবাইকে নিয়ে আড্ডা হবে।’
পরীর সঙ্গে দেখা করতে শুটিং স্পটে গিয়েছিলেন জানিয়ে রনি বলেন, “আমি এর মধ্যে ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। লঞ্চে একদিন ছিলাম। অন্যদিকে, আমার ‘রূপ’ শিরোনামের একটি নাটক এনটিভিতে প্রচার হচ্ছে, যে কারণে ঢাকায় সময় দিতে হচ্ছে।”
পরীর শুটিং নিয়ে রনি বলেন, ‘আসলে ওর এই শুটিংয়ের ডেট অনেক আগে থেকেই নির্ধারণ ছিল এবং ওরা যাত্রা করেছে করোনার প্রভাব শুরু হওয়ার আগেই। যে কারণে শুটিংটা করতেই হচ্ছে। সবাই দোয়া করবেন, যেন সুন্দরভাবে শুট শেষ করে ফিরতে পারে।’
বন্ধুমহলে পরিচিতির সূত্র ধরে হঠাৎ করেই ঘনিষ্ঠ হন রনি-পরী। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১ : সেই সব দিন’ ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি। এতে অভিনয় করছেন পরী মণি। সিনেমাটিতে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয় তাঁদের। একপর্যায়ে রনিই বিয়ের প্রস্তাব দেন পরীকে। মনে মনে রনির প্রতি দুর্বল পরী সে প্রস্তাব এড়াতে পারেননি।
২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি। প্রখ্যাত লেখক মুহম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’। পরে নাম পরিবর্তন করা হয়। ছবির চিত্রনাট্য লিখেছেন জাকারিয়া সৌখিন।
সম্প্রতি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ সিনেমার শুটিং শেষ করেছে সিয়াম-পরী জুটি। এটি এই জুটির প্রথম কাজ। চলতি বছরের বিশেষ কোনো দিনে সিনেমাটি মুক্তি পাবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।
২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পরী মণির। সে বছর ‘রানা প্লাজা’ ছবিতে চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি, যদিও এখনো মুক্তি পায়নি ছবিটি। পরী মণি অভিনীত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘ভালোবাসব তোমায়’, ‘মহুয়া সুন্দরী’, ‘রক্ত’ ও ‘স্বপ্নজাল’।