চিরকুটের ২০ বছর উদযাপনে কনসার্ট
বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্টে ভার্সেটাইল ও দারুণ সব আয়োজনে এশিয়াটিক ইএক্সপি গত ২৫ বছর ধরে গণমানুষকে দিয়ে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। এরই ধারাবাহিকতায় এ সময়ের জনপ্রিয় মিউজিক ব্যান্ড চিরকুটের ২০ বছর উদযাপন কনসার্ট আয়োজন করতে যাচ্ছে এশিয়াটিক ইএক্সপি।
‘লাইভ.বিলিভ.২০.কনসার্ট’ নামে এই কনসার্টটি সংগীতপিপাসুদের জন্য হবে একটি ব্যতিক্রম আয়োজন।
চিরকুটের যাত্রা শুরু ২০০২ সালে। শারমিন সুলতানা সুমি চিরকুটের ভয়েস, গিটারে ইমন চৌধুরী ও রায়হান ইসলাম শুভ্র, কি-বোর্ডে জাহিদ নিরব, ড্রামস ও পারকাশনে পাভেল আরিন চিরকুট হয়ে উঠেছে সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুর। ম্যাডিসন স্কয়ারে প্রথম বারের মতো বাংলাদেশের ব্যান্ড হিসেবে পারফর্ম করেছে চিরকুট।
চিরকুটের সংগীত জাগরণ, একতা ও বিশ্বাসের। চিরকুটের ২০ বছর উদযাপন উপলক্ষে চিরকুট ও এশিয়াটিক ইএক্সপি একত্রে জানুয়ারি ২০২৩ আইসিসিবি এক্সপোতে আয়োজন করতে যাচ্ছে এই ‘লাইভ.বিলিভ.২০.কনসার্ট’।