ছোটবেলা থেকেই রান্নার প্রতি আগ্রহ পূজার
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো নয়জনের মৃত্যু হয়েছে আজ। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জন হয়েছে। এ ছাড়া নতুন করে গত ২৪ ঘণ্টায় ৩০৬ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দুই হাজার ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
করোনাভাইরাস থেকে মুক্তির উপায় হিসেবে ঘরে অবস্থান করতে বলেছে সরকার। প্রায় সব প্রতিষ্ঠান বন্ধ, বন্ধ রয়েছে দেশের যোগাযোগব্যবস্থা। বন্ধ বিনোদন কেন্দ্র ও শুটিং। নিজের ঘরে অনেকটা বন্দিজীবন পার করছেন সবাই। করোনার সংক্রমণ থেকে বাঁচার উপায়ই এটি। চিকিৎসকেরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মানুষকে করোনার হাত থেকে মুক্তি দিতে। সরকারও জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ঘরে নিজেকে ব্যস্ত রাখতে কেউ রান্না করছেন, কেউ পড়ছেন বই। আবার কেউ কেউ সিনেমা দেখে কাটিয়ে দিচ্ছেন সময়। কেউ করছেন শারীরিক কসরত।
ইদানিং ফেসবুকে প্রায়ই খাবারের ছবি আপ করছেন চিত্রনায়িকা পূজা চেরি। ছোটবেলা থেকেই রান্নার প্রতি আগ্রহ তাঁর। করোনাভাইরাসের প্রকোপে এখন স্বামী ও শ্বশুর-শাশুড়ির জন্য রান্না করছেন তিনি! কি, অবাক হচ্ছেন?
না, এখনো বিয়ে করেননি এই নায়িকা। তবে দশ বছর পর হলেও তো তিনি বিয়ে করবেন। তখন যেন স্বামী বা শ্বশুর-শাশুড়ির বকা শুনতে না হয়, সে জন্যই নাকি রান্নার অভ্যাস করছেন। এ কথা নিজ মুখে এনটিভি অনলাইনকে জানিয়েছেন পূজা চেরি।
ফেসবুকে ছবি দেওয়া খাবারগুলো কি নিজেই রান্না করেছেন, নাকি মায়ের রান্না? এমন প্রশ্নের জবাবে পূজা বলেন, ‘না না, এগুলো আমি নিজেই রান্না করেছি। বিশ্বাস না হলে মাকে জিজ্ঞেস করেন। আমি রান্না করেছি আর মা দূরে দাঁড়িয়ে দেখেছেন। নিজে রান্না করছি, কারণ একদিন মা আমাকে বিয়ে দেবেন। এখন না হোক, দশ বছর পর হলেও তো মা আমাকে বিয়ে দেবেন। শ্বশুরবাড়িতে গিয়ে তো কিছু রান্নাবান্না করতে হবে। একেবারেই যদি না পারি, তবে শ্বশুর-শাশুড়ি বা জামাই বকা দেবে। তাই এখন থেকেই টুকটাক শিখছি। মাকে একেবারেই হাত দিতে দিচ্ছি না। সব রান্না নিজেই করছি।’
ছোটবেলা থেকেই রান্নার প্রতি আগ্রহ জানিয়ে পূজা বলেন, ‘আসলে ছোটবেলা থেকেই সব কিছু শেখার একটা আগ্রহ ছিল। মা যখন রান্না করতেন, তখন আমি আগ্রহ নিয়ে দেখতাম। ছোটবেলায় যখন মানুষ হাঁড়ি-পাতিল নিয়ে খেলা করে, আমি সে সময় থেকেই রান্না শিখেছি।’
পূজা আরো বলেন, ‘ক্লাস ওয়ান-টুতে যখন পড়ি, তখন খুলনায় গ্রামের বাড়িতে বেশি যাওয়া হতো। বিশেষ করে দুর্গা পূজা বা কালী পূজায়। সেখানে কাজিনদের সঙ্গে পুতুল খেলেছি, খেলা করতে করতে রান্নাও করা হয়েছে। তবে মায়ের সঙ্গে রান্না দেখতে বা তাঁকে সাহায্য করতে আমার ছোটবেলা থেকেই ভালো লাগে।’
কী রান্না করতে পছন্দ করেন, জানতে চাইলে পূজা বলেন, ‘আমি সাধারণত ফ্রায়েড রাইস, নুডলস, কয়েকদিন মোমো তৈরি করলাম। ছোটখাটো জিনিস, যা আসলে প্রায় সবাই পছন্দ করে, সে ধরনের খাবার রান্না করতে ভালোবাসি।’
ভাত-মাছ-মাংস রান্না করতে পারেন কি না, জানতে চাইলে পূজা বলেন, ‘আমি ভাত রান্না করতে পারি। মাছ ঠিকমতো রান্না করতে পারি না, তবে মাংস অনেক ভালো রান্না করি।’
করোনাভাইরাসের কারণে সবার মতো বাসা থেকে বের হচ্ছেন না নায়িকা পূজা চেরি। রান্না ছাড়াও বই পড়া, নাচ আর ব্যায়াম করেই কাটছে তাঁর সময়।
মডেলিং ও শিশুশিল্পী হিসেবে পূজার মিডিয়ায় যাত্রা শুরু হলেও চলচ্চিত্র-নায়িকা হিসেবে পেয়েছেন জনপ্রিয়তা। ‘নূর জাহান’ চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি ২০১৮ সালে চলচ্চিত্রযাত্রা শুরু করেন। একই বছর তিনি ব্যবসাসফল ‘পোড়ামন-২’ ও ‘দহন’ চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র। করোনার দুর্দিন দ্রুতই কেটে যাবে, এমন আশা তাঁর।