জন্মদিনে উৎসব নয় অন্য রকম উদ্যোগ নিলেন তানহা
ঢাকাই চলচ্চিত্রে সম্ভাবনাময়ী অভিনেত্রী তানহা তাসনিয়া। আজকের এই দিনে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি। প্রতি বছর দিনটিকে জাঁকজমকভাবে উদযাপন করা হলেও আজ বৃহস্পতিবার কোনো অনুষ্ঠানের আয়োজন করেননি তিনি। জন্মদিনের বাজেট দিয়ে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও সাবান বিতরণ করবেন বলে জানিয়েছেন এনটিভি অনলাইকে।
তানহা বলেন, ‘রাত ১২টা থেকেই জন্মদিন শুরু হয়ে যায়। প্রিয়জনরা রাতেই কেক কেটে সারপ্রাইজ দেয়। বিকেলে চলচ্চিত্রের ভাই-বন্ধুদের নিয়ে প্রতিবছরই তো নানা অনুষ্ঠানের আয়োজন করি। তবে করোনাভাইরাসের কারণে চলতি বছরে কোনো আয়োজন নেই। রাত ১২টায় কেক কাটা হয়নি। তবে জন্মদিনের বাজেট দিয়ে সাধারণ মানুষের মধ্যে আমরা মাস্ক-সাবান বিতরণ করব। এখন আসলে উৎসব করার সময় নয়। নিজেকে নিরাপদে থাকতে হবে, অপরকে নিরাপদে থাকার পরামর্শ দিতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন।’
‘ভোলা তো যায় না’ ছবির মধ্যে দিয়ে তানহা তাসনিয়া চলচ্চিত্র যাত্রা শুরু করেন ২০১৬ সালে। ছবিটি পরিচালনা করেন রফিক শিকদার। এতে নায়ক নিরব হোসেনের বিপরীতে অভিনয় করেন তিনি। একই বছর তাঁর অভিনীত আরেকটি চলচ্চিত্র ‘ধূমকেতু’ চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে তিনি শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। এক বছর বিরতি দিয়ে ২০১৮ সালে তানহা তাসনিয়া জুঁটি বাঁধেন আরিফিন শুভর সঙ্গে।‘ভালো থেকো’ শিরোনামের এই চলচ্চিত্রটি পরিচালনা করেন জাকির হোসেন রাজু। বড়পর্দার পাশাপাশি ছোটপর্দাতেও অভিনয় করেছেন তিনি। কাজ করছেন বিভিন্ন বিজ্ঞাপনে।
তানহা মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি শেষ করেন। এখন তিনি নর্দান ইউনিভার্সিটিতে বিবিএ পড়ছেন।