জন্মাষ্টমীতে বিনা পারিশ্রমিকে তাঁদের গান ‘নন্দের দুলাল’
সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি আজ সোমবার, শুভ জন্মাষ্টমী। সনাতন ধর্মাবলম্বীরা আনন্দঘন এই দিনটি উদযাপন করেন নানা আয়োজনে।
শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধাস্বরূপ গান নির্মিত হয়েছে, শিরোনাম ‘নন্দের দুলাল’। অরুণ সরকারের গীতিকবিতায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অপু আমান। গানটিতে কণ্ঠ দিয়েছেন চম্পা বণিক, বাঁধন সরকার পূজা, কিশোর দাশ, সিঁথি সাহা ও সন্দীপন দাশ। রমনা কালি মন্দিরে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটির সাথে সংশ্লিষ্ট সবাই শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিনা পারিশ্রমিকে এ কাজ করেছেন।
গানটি প্রসঙ্গে সুরকার ও সংগীত পরিচালক অপু আমান বলেন, ‘আমি অনুধাবন করলাম অনেক দিন ধরে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে কোনও গান হচ্ছে না। তাই প্রভুকে নিয়ে এ গানটি বানানোর চিন্তা মাথায় এলো। গানটি লিখেছেন আমার গুরু, আমার বাবা। তাঁর শব্দের গাঁথুনিতে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। এর সাথে যুক্ত হলো সৌমিত্র ঘোষ ইমনের সুনিপুণ ভিডিও নির্মাণ। পোশাক নিয়ে যখন ভাবছিলাম, তখন মুহূর্তেই মনে পড়ল বিশ্বরঙের কর্ণধার বিপ্লব সাহা দাদার কথা। তিনি নিজেও কাজটির সাথে যুক্ত হলেন। রমনা কালি মন্দিরে শুটিং চলাকালে মন্দিরের সবার সহযোগিতা প্রশংসনীয়। সর্বোপরি, এটুকুই চাওয়া, যেন এ গানটি দিকদিগন্তে ছড়িয়ে পড়ে।’
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আজ তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে গানটির ভিডিও। পাশাপাশি গানটি শোনা যাবে দেশি-বিদেশি একাধিক অ্যাপে।