জায়েদ খানকে নিয়ে মালেক আফসারীর ২৫তম ‘টেনশন’
‘মাস্টার মেকার’খ্যাত পরিচালক মালেক আফসারী। এরই মধ্যে ২৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। শুরু করছেন ক্যারিয়ারের ২৫তম চলচ্চিত্র। ‘টেনশন’ শিরোনামে এ চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। গতকাল তাঁরা ওই ছবিতে চুক্তিবদ্ধ হন।
এ প্রসঙ্গে আজ বৃহস্পতিবার এনটিভি অনলাইনকে জায়েদ খান বলেন, “খুব ভালো লাগছে যে আবারও মালেক আফসারী স্যারের সঙ্গে নতুন চলচ্চিত্র শুরু করছি। গতকাল আমরা ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। ‘টেনশন’ শিরোনামের ছবিটির শুটিং আগামী ঈদুল আজহার আগেই শুরু হবে।”
এর আগে মালেক আফসারী জায়েদ খানকে নিয়ে নির্মাণ করেছেন ‘অন্তর জ্বালা’। ছবিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছিলেন নায়িকা পরী মণি। এবার কে হচ্ছেন নায়িকা? এমন প্রশ্নের জবাবে জায়েদ বলেন, ‘বিষয়টি নিয়ে আফসারী স্যারের সঙ্গে আমার কথা হয়েছে। আমরা ছবির গল্প নিয়ে এখন কাজ করছি। চিত্রনাট্য তৈরির পর আমরা ছবির অন্য পাত্র-পাত্রী নিয়ে ভাবব। তবে তিনি আমাকে বলেছেন, গল্পের প্রয়োজনে চরিত্র নিয়ে আমরা কাজ করব, কোনো তারকা শিল্পী নয়। আসলে গল্পের কাজ শেষ হওয়ার পরই বলতে পারব কারা ছবিতে অভিনয় করবেন।’
এর আগে মালেক আফসারীর সঙ্গে ‘এক কয়েদির গল্প’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন জায়েদ খান। সেই ছবি না করে এখন ‘টেনশন’ করছেন কেন? জানতে চাইলে জয়েদ বলেন, “‘এক কয়েদির গল্প’ সামাজিক গল্পনির্ভর, এর আগে আমরা ‘অন্তরজ্বালা’ করেছি, সেটিও সামাজিক গল্পনির্ভর। আর ‘টেনশন’ একেবারেই অ্যাকশননির্ভর গল্প। এই ছবির মধ্য দিয়ে আফসারী স্যার ২৫তম চলচ্চিত্র নির্মাণ করছেন। ২৫তম ছবিটি তিনি অ্যাকশননির্ভর চলচ্চিত্র করতে চান। যে কারণে আমরা এই গল্প নিয়ে কাজ করব।”
জায়েদ আরো বলেন, ‘অনেকেই বলে এখন চলচ্চিত্র দেখছেন না দর্শক। আমি মনে করি, বিষয়টি এমন নয়। আসলে ভালো মানের চলচ্চিত্র হচ্ছে না। গত কিছুদিনের মধ্যে আমরা দেখেছি অনেক বড় তারকার ছবিও দর্শক দেখছেন না। কারণ ছবির গল্প ও মেকিং ঠিক নেই। এখন আর দর্শক তারকা দেখতে চান না। গল্পনির্ভর চলচ্চিত্র, সুন্দর মেকিং দেখতে চান। আশা করি, দর্শক আমাদের ছবিটি পছন্দ করবেন।’
২০১৮ সালে জায়েদ খানকে সর্বশেষ ‘অন্তর জ্বালা’ ছবিতে দেখা যায়। এতে পরী মণি ছাড়াও অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌমিতা মৌ।
‘অন্তর জ্বালা’ ছবির কাহিনি রচনা করেছিলেন পরিচালক মালেক আফসারী। এ ছাড়া ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মালেক নিজেই। সংগীত পরিচালনা করেছেন এস আই টুটুল। ছবিটি প্রযোজনা করেছে জায়েদ খানের সংস্থা জেড কে মুভিজ।