ডাক্তারের সময় পেয়ে ভারত যাচ্ছেন আকবর

১৬ দিনের চিকিৎসা শেষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে ২ সেপ্টেম্বর দুপুরে বাসায় ফিরে ‘হাতপাখার বাতাসে’খ্যাত সংগীতশিল্পী আকবর আলী গাজী এনটিভি অনলাইনকে জানিয়েছিলেন, ‘আগের চেয়ে ভালো আছি। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে চেন্নাই যাচ্ছি। সেখানকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা করাব। কাল ভিসার জন্য লাইনে দাঁড়াব।’
এবার জানা গেল, ২১ সেপ্টেম্বর অ্যাপোলো হাসপাতালে ডাক্তারের সময় পেয়েছেন। সে জন্য ১৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়ছেন এ গায়ক। আজ দুপুরে আকবরের ফেসবুক আইডি থেকে এমন তথ্য জানিয়েছেন তাঁর মেয়ে অথৈ।
অথৈ লিখেছেন, ‘আব্বু বাসায় আসার পর এখন একটু ভালো আছে। অল্প অল্প খাচ্ছে, একটু একটু হাঁটাচলাও করছে। আল্লাহর অশেষ রহমতে আমরা আব্বুকে বাসায় নিয়ে আসতে পেরেছি। আব্বুকে ইন্ডিয়া নিয়ে যাওয়ার সব কাজই প্রায় শেষ। ২১ তারিখ অ্যাপোলো হাসপাতালে আব্বুর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে। আমরা ১৯ তারিখ আব্বুকে নিয়ে যাব। আল্লাহর কাছে সব সময় দোয়া করছি আল্লাহ যেন আব্বুকে পুরোপুরি সুস্থ করে দেয়। সবাই আব্বুর জন্য বেশি বেশি দোয়া করবেন।’
দীর্ঘদিন ধরে কিডনি, হার্টসহ নানা সমস্যায় ভুগতে থাকা আকবর আলোচনায় আসেন বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে গান গেয়ে। আকবরের গাওয়া জনপ্রিয় গান ‘তোমার হাতপাখার বাতাসে’।