তামান্নার গায়ে আকাশি মিনি ড্রেস, দাম ৩ লাখ টাকা
নিত্যদিনই দারুণ সব লুকে আবির্ভূত হন দক্ষিণ ভারতীয় চিত্রনায়িকা তামান্না ভাটিয়া। তাঁর ওয়ারড্রোব বৈচিত্র্যপূর্ণ পোশাকে ভরা—একেবারে এয়ারপোর্ট থেকে রেড কার্পেট স্টাইল।
সম্প্রতি তামান্না ভাটিয়া একটি নতুন সিরিজের ঘোষণা দেন, নাম ‘জি কররা’, যেটি সম্প্রচার হবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। এ সময় তিনি পরেছিলেন হালকা নীলাভ ভাসসেস ফাউক্স লেদার মিনি ড্রেস, যা এই গ্রীষ্মে পরার জন্য একেবারে পারফেক্ট।
বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, তামান্না ভাটিয়ার ওই ছোট্ট পোশাকটির দাম তিন হাজার ৫২৫ মার্কিন ডলার, বাংলাদেশের মুদ্রায় যা তিন লাখ পাঁচ হাজার টাকার বেশি।
মজার খবর হলো, তিনি পরেছিলেন একই রঙের টম ফোর্ড হিল, যার দাম ৯০ হাজার ৮০০ রুপি।
এবার কাজের প্রসঙ্গে আসা যাক, তামান্না ভাটিয়াকে আগামীতে দেখা যাবে অনিল রবিপুরির কমেডি ফ্লিক ‘এফ৩ : ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন’ সিনেমায়। এ ছাড়া নাগাশেখরের রোমান্টিক ড্রামা ‘গুরথুন্ড সিথাকালাম’, ‘বোল চুড়িয়া’, ‘ভোলা শঙ্কর’, চোর নিকাল সে ভাগা’ ও ‘ইয়ে এন্ড্রু কাধাল এনবেন’ সিনেমায় দেখা যাবে তামান্নাকে।