দুই দিনে আয় ৭.৭৯ কোটি
সাইফ আলি খান, টাবু ও নবাগত আলিয়া ফার্নিচারওয়ালা অভিনীত ‘জওয়ানি জানেমান’ মুক্তির দিন বক্স অফিসে বাজেভাবে শুরু করলেও দ্বিতীয় দিন সংগ্রহ বেড়েছে।
গত শুক্রবার (৩১ জানুয়ারি) মুক্তি পায় বলিউড ছবি ‘জওয়ানি জানেমান’। প্রথম দিন সংগ্রহ করে ৩.২৪ কোটি রুপি। চলচ্চিত্র সমালোচকেরা ছবিটির প্রশংসা করলেও বক্স অফিসে তার প্রভাব পড়েনি। দ্বিতীয় দিন এ ছবি সংগ্রহ করেছে সাড়ে চার কোটির বেশি।
চলচ্চিত্র সমালোচক তারান আদর্শ টুইটারে জানিয়েছেন, সাইফ আলি খানের সলো মুভি যেমন ‘কালাকান্দি’, ‘বাজার’ ও ‘লাল কাপ্তান’-এর চাইতে অবশ্য ভালো করেছে ‘জওয়ানি জানেমান’। তাঁর হিসাবে এ ছবির সংগ্রহ শুক্রবার ৩.২৪ কোটি, শনিবার ৪.৫৫ কোটি; মোট সংগ্রহ ৭.৭৯ কোটি রুপি (ইন্ডিয়া বিজ)।
এ ছবি দিয়ে বর্ষীয়ান অভিনেত্রী পূজা বেদির কন্যা আলিয়া ফার্নিচারওয়ালার বলিউডে অভিষেক হয়েছে। ছবিতে দুই বড় তারকা থাকলেও আলিয়ার পারফরম্যান্স প্রশংসিত হয়েছে সর্বমহলে। শুরুতেই দর্শকের মন জয় করতে সমর্থ হলেন এ স্টার কিড।
টানা ২০ বছর পর সাইফ আলি খান ও টাবু পর্দা ভাগাভাগি করলেন। তাঁদের সর্বশেষ ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে দেখা গিয়েছিল।
নীতিন কক্কর পরিচালিত ‘জওয়ানি জানেমান’ প্রযোজনা করেছেন জ্যাকি ভাগনানি, দীপশিখা দেশমুখ, সাইফ আলি খান ও জয় সেবকরামানি। ছবির সহ-প্রযোজক অক্ষয় পুরি প্রডাকশনস।