‘ধ্যানে জ্ঞানে’র গান শোনালেন সাব্বির নাসির-সম্পা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/25/sabbir_nasir_songs.jpg)
‘ধ্যানে জ্ঞানে’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সাব্বির নাসির ও কলকাতার সম্পা বিশ্বাস। সুফি ঘরানার নতুন গানের সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। কথা ও সুর করেছেন মুরাদ নূর।
গানটি প্রসঙ্গে সাব্বির নাসিরের ভাষ্য, ‘অসাধারণ কাজ হয়েছে। আশা করছি, নতুন এ গানটি সবার ভালো লাগবে। সীতাংশু ঘোষের আর্ট ও গুরু শামসুল হক চিশতীর উপস্থিতি গানচিত্রটিতে অন্য মাত্রা যোগ করেছে।’
সম্পা বিশ্বাস বলেন, ‘গানটি সাব্বির ভাইয়ের কাছে শুনেছি প্রথমে। ভালো লাগল এক্সপেরিমেন্টের পরিকল্পনাটা। বিশ্বাস করি, আমাদের জুটির আরেকটি প্রশংসনীয় সৃষ্টি হবে এই গান।’
‘ধ্যানে জ্ঞানে’ গানে বাঁশিতে কাজ করেছেন জালাল, হারমোনিয়ামে আলম বয়াতী, দোতরায় সুমন আরাফাত, মন্দিরায় আশিত, মিক্স মাস্টারিংয়ে সালমান জাইম, সেট ডিজাইনে সীতাংশু ঘোষ, ডিওপি হিসেবে তাহসীন ও প্রীতুল এবং সম্পাদনা করেছেন ইভান।