নতুন ধারাবাহিক ‘দুটি কুঁড়ি একটি পাতা’
অভিনেত্রী এলিনা শাম্মীর রচনায় ও এমদাদুল হক খানের পরিচালনায় নির্মিত হয়েছে চার পর্বের ধারাবাহিক নাটক ‘দুটি কুঁড়ি একটি পাতা’।
সম্প্রতি সাভারের আমিন বাজার, মধুমতি মডেল টাউন, কল্লোল কুটিরের বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণ হয়েছে। খুব শিগগিরই ধারাবাহিকটি নাগরিক টিভির পর্দায় প্রচার হবে।
এ প্রসঙ্গে এমদাদুল হক খান বলেন, ‘একটা সময় ছিল, যখন আমরা পরিবারের গল্প নিয়ে নাটক নির্মাণ করেছি। বাজেট-স্বল্পতার কারণে বর্তমানে তা আর হচ্ছে না বললেই চলে। এই নাটকের মধ্যে আমি পারিবারিক গল্প তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, সবার কাছে নাটকটি ভালো লাগবে।’
ধারাবাহিকটির গল্পে দেখা যাবে, আফজাল সাহেবের দুই মেয়ে, সোমা আর তমা। স্ত্রী মারা গেছেন ছোট মেয়ে তমার জন্মের তিন বছর পর। মেয়েদের নিজ দায়িত্বে বড় করেছেন। সোমা ও তমার বয়সের পার্থক্য পাঁচ বছর। বড় বোন সোমা ছোটবেলায় এক দুর্ঘটনায় চোখের দৃষ্টি হারিয়েছে, কিন্তু ছোট বোনকে মায়ের মতো আগলে রাখে সারাক্ষণ। বোনের পছন্দকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দেয় সে। বাবা আফজাল সাহেব ও দুই মেয়ে, এই তিনজনের সংসার সিলেটের শহরতলীতে। রেহানের বাবা সোবহান ও আফজাল সাহেব ঘনিষ্ট বন্ধু। তাই রেহানের বাবা চায় সোমাকে রেহান বিয়ে করুক, বন্ধুত্বটাও আরো দৃঢ় হোক এবং অন্ধ হলেও এমন লক্ষ্মী মেয়ের একজন ভালো সাথি হোক। এমন গল্প নিয়ে চার পর্বের ধারাবাহিক ‘দুটি কুঁড়ি একটি পাতা’।
জানা গেছে, নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া, চিত্রনায়িকা মৌমিতা মৌ, আজম খান, আনোয়ার হোসেন প্রমুখ।