নভেম্বরে রাজকুমার-পত্রলেখার বিয়ে?
হালে বলিউডে শুধু বিয়ের গুঞ্জন। রণবীর কাপুর-আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ-ভিকি কুশলের পর এবার সেই তালিকায় যুক্ত হলেন রাজকুমার রাও-পত্রলেখা।
টাইমস অব ইন্ডিয়ার বরাতে পিঙ্কভিলার খবর, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রাজকুমার রাও ও পত্রলেখা। দীপাবলি উৎসবের পর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাঁরা বিয়ের পরিকল্পনা করেছেন। সম্ভবত নভেম্বরের ১০ থেকে ১২ তারিখের মধ্যে তাঁদের বিয়ে হবে।
রাজকুমার ও পত্রলেখার বিয়ের তিন তারিখ বাতাসে ভাসছে। এরই মধ্যে তাঁরা নাকি ঘনিষ্ঠজন ও সহকর্মীদের এ খবর জানিয়েছেন। পত্রপত্রিকার খবর, এ যুগল প্রেম করছেন এক দশকের বেশি সময়। এবার অনাড়ম্বর আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বি-টাউনে এ খবর ছড়ানোর পর ভক্তরা উচ্ছ্বসিত হলেও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেননি রাজকুমার ও পত্রলেখা।
ভারতীয় পত্রপত্রিকার খবর, ডিসেম্বরের প্রথম সপ্তাহে বিয়ে করবেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কুশল। রাজস্থানের সাওয়াই মধুপুরে একটি রয়েল ভেন্যুতে তাঁদের বিয়ে হবে।
শোনা যাচ্ছে, চতুর্দশ শতকের সিক্স সেন্সেস ফোর্ট বারোয়ারায় তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে। স্থানটি রণথাম্বোর ন্যাশনাল পার্ক থেকে ৩০ মিনিটের দূরত্বে অবস্থিত। ৭০০ বছর আগে রাজস্থানের রাজপরিবার এ দুর্গের মালিক ছিল।
সে যা-ই হোক, বলিউডজুড়ে তিন তারকা-যুগলের বিয়ের গুঞ্জন সত্য হবে কি না, তা সময়ই বলে দেবে।