নাটকে নুসরাত ফারিয়া, মোটিভেশনাল স্পিকার অপূর্ব
সিনে পর্দার নায়িকা নুসরাত ফারিয়াকে এবারের পবিত্র ঈদুল আজহায় দেখা যাবে ছোট পর্দায়। ‘আইকনম্যান’ শিরোনামে একটি টিভি নাটকের কাজ শুরু করেছেন তিনি। যদিও সংশ্লিষ্টরা এটিকে নাটক না বলে ৭৫ মিনিটের টেলিভিশন ফিচার ফিল্ম বলতে চাইছেন।
সঞ্জয় সমদ্দারের নির্মাণে নুসরাত ফারিয়ার বিপরীতে কাজ করছেন জিয়াউল ফারুক অপূর্ব। আজ শনিবার সকাল থেকে অপূর্ব-ফারিয়া দুজনেই শুটে অংশ নিয়েছেন।
শুটিংয়ের এক ফাঁকে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপচারিতায় সঞ্জয় সমদ্দার জানিয়েছেন, ‘গল্পটা প্রতিশোধের, এর বেশি বলা যাবে না; এখানে মোটিভেশনাল স্পিকার চরিত্রে অপূর্বকে আর নুসরাত ফারিয়াকে কী চরিত্রে দেখা যাবে, সেটা না হয় রহস্যই থাক।’
হুট করে টেলিভিশনে কাজ করা প্রসঙ্গে নায়িকার সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মেলেনি। গেল বছরেই ‘যদি কিন্তু তবুও’ শিরোনামে একটি ওয়েব ফিল্মে জুটি বেঁধেছিলেন অপূর্ব ও ফারিয়া। যদিও কাজটি সেভাবে সাড়া ফেলেনি।
আসছে ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে ‘আইকনম্যান’।