নিতির বিকৃত ছবি পরিবারকে পাঠাল দুর্বৃত্তরা!
তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনা নিত্যনৈমিত্তিক ব্যাপার। তাঁদের পেশাগত জীবন তো বটেই, পোশাক-পরিচ্ছদ বা শরীর নিয়েও নানা কথা শোনা যায়। বিনোদন অঙ্গনের অনেক তারকাকেই এসব ইস্যুতে কটাক্ষের মুখোমুখি হতে হয়। কটাক্ষের শিকার হয়েও কেউ কেউ চুপ থাকেন। আবার কেউ যে প্রতিবাদ করেন না, তাও কিন্তু নয়।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, ভারতের টেলিভিশন অভিনেত্রী নিতি টেইলর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও বিদ্বেষের শিকার হন। সমস্যাটি নিজেই টুইটারে তুলে ধরেছেন নিতি। অনেকে নিতির ব্যক্তিগত তথ্য পেতে তাঁর নিরাপত্তা প্রহরীকে অর্থ প্রদান করেছেন বলেও জানান তিনি। এবং কেউ কেউ নিতির পরিবারকে তাঁর ফটোশপ করা বিকৃত ছবিও পাঠান।
পোস্টে নিতি লিখেছেন, ‘ইদানীং যখন আমার চিন্তা বা মতামত আসে, তখনই তা ঘৃণার হয়ে যায়। যে কেউ সম্মানজনক বা অসম্মানজনকভাবে বলতে পারেন, কিন্তু যখনই আমি বলতে যাই, তা অসম্মানজনক ও ঘৃণার হয়ে যায়। আমি যা-ই করি, তা রাগান্বিত করে। বছরের পর বছর ধরে আমি কটাক্ষের মুখোমুখি হচ্ছি। আমি অনেক কিছুই বলেছি। আমার বাড়িতে কারা আসেন, তা জানাতে আমার নিরাপত্তা প্রহরীদের অর্থ দেওয়া হয়েছে, পরিবারের কাছে ফটোশপ করা নগ্ন ছবি ও বাজে বস্তু পাঠানো হয়েছে। এমনকি চার বছর বয়সের একটি মেয়ে সম্পর্কেও বাজে কথা বলা হয়েছে।’
পোস্টের শেষের দিকে নিতি লিখেছেন, ‘কখনো কখনো নিজেকে অন্য ব্যক্তির স্থানে রাখুন এবং ব্যাপারগুলো সম্পর্কে ভাবুন। আমার লেখা কোনো কিছু সম্পর্কে যদি আপনি খারাপ অনুভব করেন, তাহলে আমিও এতগুলো বিষয়ে মন খারাপ করি। আমরা সবাই মানুষ, কেউই নিখুঁত নই। আমি যা, তা নিয়ে গর্বিত।’
আরেক টুইটে নিতি লেখেন, ‘যাঁরা আমাকে ভালোবাসেন বা পছন্দ করেন, তাঁদের ভালোবাসি। আপনাদের সবাইকে অনেক ভালোবাসা। দ্রুতই ফিরে আসব।’