পঞ্চম বিয়ে ভাঙার পর পামেলা বললেন, ‘ভালোবাসা ঝুঁকিপূর্ণ’
বিয়েভাগ্য যে কী খারাপ পামেলা অ্যান্ডারসনের! কানাডীয়-মার্কিন মডেল ও অভিনেত্রীর পঞ্চম বিয়েও টিকল না।
মালিবুতে মাত্র ১২ দিন আগে কানাডীয়-মার্কিন মডেল ও অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনকে ‘হ্যাঁ’ বলেছিলেন প্রযোজক জন পিটারস। বিয়ের কাগজপত্রও এখনো ঠিকঠাক হয়নি। আর এরই মধ্যে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দুজন। এমন সিদ্ধান্তের পর পামেলার অনুভব, ‘ভালোবাসা ঝুঁকিপূর্ণ।’
হলিউড রিপোর্টারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানায়, পামেলা (৫২) ও পিটারের (৭৪) বিয়ের বৈধ কাগজপত্র বা বিয়ের সার্টিফিকেট এখনো প্রস্তুত হয়নি। গত ২০ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেছিলেন তাঁরা। বিয়েতে উপস্থিত ছিলেন পামেলার দুই পুত্রসন্তান এবং পিটারের তিন কন্যাসন্তান ও সাবেক স্ত্রী ক্রিস্টিন ফোরসিথ-পিটারস।
ওই সংবাদমাধ্যমকে পামেলা বলেছেন, সত্যকে মেনে নিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন তিনি ও তাঁর স্বামী জন পিটারস। সমস্ত নিয়ম মেনে যেমন বিয়ে করেছিলেন, এ ক্ষেত্রেও তার অন্যথা হবে না। নিয়মমাফিকই একে অপরকে ডিভোর্স দেবেন তাঁরা।
গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) পামেলা অ্যান্ডারসন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট দেন। নিজের ছবি শেয়ার করে লেখেন, ‘ভালোবাসা ঝুঁকিপূর্ণ।’
নব্বইয়ের দশকে পুরুষ-হৃদয়ে ঝড় তুলত পামেলা অ্যান্ডারসনের শরীরী আবেদনের ফটোশুট। ছিলেন ‘প্লেবয়’ ম্যাগাজিনের তারকা। কিন্তু সম্পর্কে স্থায়িত্ব কখনোই পাননি। চারবার ব্যর্থ হয়েছে তাঁর বিয়ে। টমি লি ও কিড রককে বিয়ে করেছিলেন তিনি। বিচ্ছেদের পর তিন নম্বর বিয়ে করেন পেশাদার পোকার খেলোয়াড় রিক সলোমনকে। সেটাও আবার একবার নয়, দুবার।
সম্প্রতি পাঁচ নম্বর বিয়েটা সেরে ফেলেন পামেলা। ‘ব্যাটম্যান’খ্যাত প্রযোজক জন পিটারসকে মালিবুতে একদম ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন পামেলা। কিন্তু ১২ দিনের মাথায় ভেঙে গেল বিয়ে।