পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ অভিনেত্রীর
সাড়াজাগানো হ্যাশট্যাগ আন্দোলন ‘মি টু’র ঢেউ এবার আছড়ে পড়েছে কলকাতায়ও। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী রুপাঞ্জনা মিত্র যৌন হয়রানির অভিযোগ করেছেন খ্যাতিমান পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে। আর এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে স্থানীয় সিনেমাপাড়ায়।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, কলকাতার টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল ‘ভূমিকন্যা’র চিত্রনাট্য পড়াতে রুপাঞ্জনাকে অফিসে ডেকেছিলেন অরিন্দম। আর সেখানেই তাঁকে যৌন হয়রানির চেষ্টা করেন ওই পরিচালক।
রুপাঞ্জনা বলেন, “‘ভূমিকন্যা’র প্রথম পর্বের চিত্রনাট্য পড়াতে তিনি আমাকে অফিসে ডেকে নেন। দুর্গাপূজার অল্প কিছুদিন আগের ঘটনা এটি। বিকেল ৫টায় আমি যখন সেখানে উপস্থিত হই, তখন অফিসে অরিন্দম ছাড়া অন্য কেউ ছিলেন না। আমি তখন বিব্রতবোধ করছিলাম। হঠাৎ করে তিনি সিট ছেড়ে উঠে যান এবং হাত দিয়ে আমার মাথা ও পেছনের অংশে হাত বুলাতে থাকেন। আমি ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি ধর্ষণের শিকার হতে যাচ্ছি। মনেপ্রাণে চাচ্ছিলাম, কেউ একজন ওই রুমে চলে আসুক।”
বিপদ অবশ্য বাড়তে দেননি রুপাঞ্জনা। তাঁর ভাষায়, ‘কিছুক্ষণ পরে আমি আর এসব সহ্য করতে পারছিলাম না। তখন আমি তাঁকে চিত্রনাট্য নিয়ে কথা বলতে বলি। এতে তিনি বুঝতে পারেন, আমি তাঁর ফাঁদে পা রাখব না। এর পরেই তিনি পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হন এবং আমাকে চিত্রনাট্য বোঝাতে শুরু করেন। পাঁচ মিনিটের মধ্যেই তাঁর স্ত্রী ওই রুমে প্রবেশ করেন।’
সেদিনের ওই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রুপাঞ্জনা। অবশ্য তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছেন অরিন্দম। তিনি একে দেখছেন রাজনৈতিক স্ট্যান্টবাজি হিসেবে। অরিন্দম বলেন, “আমি জানি না তিনি কেন এসব বলছেন। আমরা পুরোনো বন্ধু। তিনি যেদিনের কথা বলছেন, ওই দিন অফিস থেকে বেরিয়ে তিনি আমাকে মেসেজে লেখেন, ‘আমি বেশ উত্তেজিত।’ সেই মেসেজ এখনো আমার কাছে আছে। কেউ তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করলে তিনি কেন তাঁকে এই মেসেজ পাঠাবেন? তিনি মিথ্যা বলছেন।”
রুপাঞ্জনা মিত্র ‘সিঁদুর খেলা’, ‘সতী’, ‘খেলা’, ‘এক আকাশের নিচে’সহ আরো বেশ কিছু ধারাবাহিকে কাজ করেন। অন্যদিকে ‘ঈগলের চোখ’, ‘দুর্গা সহায়’, ও ‘মিতিন মাসি’র মতো ছবিগুলো অরিন্দমকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছে।