পারিশ্রমিক বাড়িয়ে ৬০ কোটি নিচ্ছেন পবন?
তেলেগু পরিচালক হরিশ শংকর তাঁর ২৮তম সিনেমার কাজ করছেন। আর এ সিনেমার নায়ক পাওয়ার স্টার পবন কল্যাণ। আজ নির্মাতা টুইটারে পবনের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন। সিনেমার নাম ‘ভবদেয়ুদু ভগৎ সিং’।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিটের খবর, পবন কল্যাণের নতুন এ সিনেমা নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। যদি সাম্প্রতিক খবর বিশ্বাস করেন, তবে পবন কল্যাণ তাঁর পারিশ্রমিক ১০ কোটি রুপি বাড়িয়েছেন। অর্থাৎ নতুন এ সিনেমার জন্য তিনি নিচ্ছেন ৬০ কোটি রুপি।
বিভিন্ন খবরে প্রকাশ, পবন কল্যাণ তাঁর সবশেষ সিনেমা ‘ভাকিল সাব’-এ ৫০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন, যেটি পরিচালনা করেছিলেন বেনু শ্রীরাম। সিনেমাটির সাফল্যের পরে তেলেগু তারকা পবন তাঁর পারিশ্রমিক বাড়িয়েছেন।
যা হোক, মৈত্রী মুভি মেকার্সের ব্যানারে ‘ভবদেয়ুদু ভগৎ সিং’ প্রযোজনা করছেন নবীন ইয়ারেনি এবং ওয়াই রবি শংকর। সম্পাদনা করবেন ছোটা কে প্রসাদ। ২০১২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘গাব্বার সিং’-এর পরে হরিশ শংকরের সঙ্গে দ্বিতীয় বার জুটি বাঁধছেন পবন কল্যাণ।