প্রধানমন্ত্রীর কাছ থেকে বঙ্গমাতার বিষয়ে শুনেছি : পূর্ণিমা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। নির্মাণ করছেন জুয়েল মাহমুদ। মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে সরকার। সারা বছরই অনুষ্ঠানে মুখর থাকবে দেশ। এরই অংশ হিসেবে নির্মাণ হচ্ছে ‘চিরঞ্জীব মুজিব’।
‘চিরঞ্জীব মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পূর্ণিমা। আর বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করবেন আহমেদ রুবেল। এরই মধ্যে নিজের অংশের শুটিং শেষ করেছেন পূর্ণিমা।
আজ সোমবার (২৭ জানুয়ারি) এনটিভি অনলাইনকে পূর্ণিমা বলেন, “চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে আমি বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করেছি। এরই মধ্যে আমার শুটিং শেষ হয়েছে। আমি টানা চার দিন শুটিং করেছি। এই সিনেমায় আমার উপস্থিতি কম। অনেকটা অতিথি চরিত্রের মতো। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে। অল্প সময়ের হলেও খুবই চ্যালেঞ্জিং একটা চরিত্র। এখানে আমাকে তরুণ বয়সে দেখা যাবে।”
চরিত্রের জন্য নিজের প্রস্তুতির কথা জানিয়ে পূর্ণিমা বলেন, ‘আসলে বঙ্গবন্ধুর পরিবারের যেকোনো চরিত্র নিয়ে অভিনয় করাটা একটু স্পর্শকাতর। তা ছাড়া আমি বঙ্গমাতার জীবনী যে খুব বেশি জানি, বিষয়টি এমন নয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বঙ্গমাতার বিষয়ে কিছুটা শুনেছি। শুটিংয়ের সময় যাঁরা ছিলেন, তাঁরা কিছু ধারণা দিয়েছেন। তার ওপর নির্ভর করে শুটিং করেছি।’
পূর্ণিমা আরো বলেন, ‘শুটিং করার পর বঙ্গমাতার অনেক কিছুই জেনেছি। দেশ স্বাধীন হওয়ার আগে বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করার চেষ্টা চলছিল, তখন বঙ্গমাতা অনেক ভূমিকা রেখেছেন। বঙ্গবন্ধু যখন টুঙ্গিপাড়া যেতেন, সঙ্গে ২৫-৩০ জন মানুষ থাকত। তখন কিন্তু বঙ্গমাতা নিজের হাতে রান্না করে খাওয়াতেন। শীত থেকে বাঁচানোর জন্য নিজের চাদর অন্যের গায়ে জড়িয়ে দিতেন। এমন একটি চরিত্রে কাজ করতে পারাটা আমার জন্য অনেক বড় বিষয়।’
পূর্ণিমা চলচ্চিত্রযাত্রা শুরু করেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে, তখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। ২০০৩ সালে মুক্তি পায় মতিউর রহমান পানু পরিচালিত ‘মনের মাঝে তুমি’। এটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় সফল ছবির অন্যতম। এরপর অসংখ্য ব্যবসাসফল চলিচ্চিত্রে অভিনয় করেন তিনি। বর্তমানে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নিয়মিত অনুষ্ঠান উপস্থাপনা করছেন পূর্ণিমা।