ফের আসছে ‘শক্তিমান’
নব্বইয়ের দশকে সাড়াজাগানো সিরিয়াল ‘শক্তিমান’-এর কথা নিশ্চয়ই অনেকের মনে আছে। বলা চলে, ওই সময়ের শিশু-কিশোরদের স্মৃতির অনেকাংশ দখল করে আছে এই চরিত্রটি। প্রতি রোববার সন্ধ্যার পরে তো রীতিমতো ভিড় লেগে যেত টেলিভিশন পর্দার সামনে। বিপুল জনপ্রিয় ভারতীয় ওই টেলিভিশন সিরিয়ালের ভক্ত-অনুরাগীদের জন্য এবার এসেছে সুখবর।
ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, ‘শক্তিমান’-এর নাম চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা মুকেশ খান্না। দীর্ঘদিন ধরেই অনুষ্ঠানটি পুনরায় পর্দায় প্রচারের দাবি উঠছিল। আর সেই দাবির প্রতি একাত্মতা জানিয়ে এবার সেই ব্যবস্থাও হচ্ছে।
করোনাভাইরাসের কারণে প্রায় সবাই যখন লকডাউন অবস্থায় আছেন, ঠিক তখনই এর সিক্যুয়েলের কাজ এগিয়ে চলছে। এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, “তিন বছর ধরে আমরা ‘শক্তিমান’-এর দ্বিতীয় সংস্করণ পর্দায় ফিরিয়ে আনার কাজ করছি, কেননা মানুষ জানতে চায়, এর পরে কী ঘটেছিল।” সংবাদমাধ্যম বোম্বে টাইমসের বরাত দিয়ে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে।
মুকেশের একটি ভিডিও বার্তাও গতকাল রোববার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ্যে এসেছে। সেখানে তিনি আশা প্রকাশ করেছেন, ভারতের ১৩০ কোটি মানুষ একসঙ্গে আবারো ‘শক্তিমান’ দেখার সুযোগ পাবেন।
১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর সিরিয়ালটির প্রথম পর্ব প্রচারিত হয়েছিল টেলিভিশনে। ব্যাপক জনপ্রিয় ওই সিরিয়ালটির সর্বশেষ পর্ব প্রচারিত হয় ২০০৫ সালের ২৭ মার্চ।