ফের বিয়ে করলেন অভিনেতা শ্যামল মাওলা
ফের বিয়ে করেছেন ছোট পর্দার অভিনেতা শ্যামল মাওলা। আজ শনিবার (১০ অক্টোবর) পারিবারিক আয়োজনে দীর্ঘদিনের বন্ধু মাহা শিকদারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন এ অভিনেতা।
শনিবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন শ্যামল মাওলা। তিনি বলেন, ‘আমার বিয়ে হয়ে গেছে। করোনার কারণে যেভাবে বিয়ে হয়, সেভাবেই হয়েছে। মানে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে। এখন আর বেশি কিছু বলতে পারছি না, দোয়া করবেন আমাদের জন্য।’
জানা গেছে, শ্যামল মাওলার বর্তমান স্ত্রী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন। মিডিয়াতেও বেশ কিছু কাজ করেছেন।
এর আগে শ্যামল মাওলা নন্দিতাকে বিয়ে করেছিলেন। তিন বছরের সংসারজীবনে তাঁদের একটি পুত্রসন্তান রয়েছে।