বামপন্থী বিপ্লবীর জীবনের গল্প ‘রূপসা নদীর বাঁকে’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/13/tanvir.jpg)
সেন্সরের জন্য প্রস্তুত হচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’। বামপন্থী বিপ্লবীর জীবনের গল্প নিয়ে সাজানো এই চলচ্চিত্রটির শুটিং ও সম্পাদনার কাজ শেষ হয়েছে সম্প্রতি। মহান স্বাধীনতা দিবসে ছবিটির প্রিমিয়ার শো করার পরিকল্পনা রয়েছে বলে জানান পরিচালক।
ছবিটির বিষয়ে তানভীর মোকাম্মেল বলেন, ‘বাংলাদেশে শ্রমজীবী মানুষের অধিকার, অসাম্প্রদায়িকতা ও গণতন্ত্রের সংগ্রামে এবং সার্বিকভাবে সমাজ প্রগতির লক্ষ্যে ব্রিটিশ ও পাকিস্তান আমলে বামপন্থীদের অনেক ত্যাগ-তিতিক্ষা ও জেল-নির্যাতনের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। এ ছাড়া এ দেশে সুস্থ ও মানবিক ধারায় সংস্কৃতির বিকাশেও বামপন্থীদের অবদান অনেক। কিন্তু তাঁদের এই ত্যাগ ও অবদানের কথা তেমনভাবে বলা হয় না। সে ভাবনা থেকে চলচ্চিত্রটি নির্মাণের উদ্যোগ নিয়েছি।’
তানভীর মোকাম্মেল আরো বলেন, ‘আমরা এরই মধ্যে ছবির শুটিং ও সম্পাদনার কাজ শেষ করেছি। কিছুদিনের মধ্যে সেন্সর বোর্ডে জমা দেব। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ছবিটি প্রিমিয়ার করার ইচ্ছে রয়েছে।’
দুই ঘণ্টা দৈর্ঘ্যের ‘রূপসা নদীর বাঁকে’ ছবিটিতে স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যাসহ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে বর্ণিত হয়েছে।
বামপন্থী নেতার বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, জাহিদ হাসান শোভন ও তওসিফ সাদমান তূর্য। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, মাসুম বাশার, অলোক বসু, আবদুল্লাহ রানা, মহসিন শামীম, বৈশাখী ঘোষ, শরীফ হোসেন ইমন, মাহমুদ আলম, পার্থ প্রতিম, দেবাশীষ ঘোষ, খন্দকার সোহান, পংকজ মজুমদার, ইকবাল আহমেদ, ইব্রাহীম বিদ্যুৎ, মিলি বাশার, শ্যামল বিশ্বাস, সংগীতা চৌধুরী, স্বপন গুহ, সুশীল সাহা, জাহাঙ্গীর হোসেন, আছির উদ্দীন মিলন, মেহেদী আল আমীন, আবদুস সেলিম, নবকুমার সরকার, শিশুশিল্পী হিয়া, হিমুসহ অন্যরা।