বিনামূল্যে ৩০ হাজার কর্মীকে টিকা দেবে যশরাজ ফিল্মস
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে দিশেহারা ভারত। সিনেমা ও টিভি শোর শুটিং স্থগিত রয়েছে। দ্বিতীয় দফায় মহারাষ্ট্র সরকার লকডাউন ঘোষণা করেছে। এ অবস্থায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসছেন বলিউডের অনেক তারকা। এবার সহায়তার হাত প্রশস্ত করল প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।
বলিউডভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ফিল্ম ইন্ডাস্ট্রির তালিকাভুক্ত ৩০ হাজার কর্মীকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস এবং এ জন্য তারা ৬০ হাজার করোনার ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা করছে। এর সমস্ত ব্যয় বহন করবে যশরাজ ফিল্মস।
ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িসের (এফডব্লিউআইসিই) চিঠি অনুযায়ী, বিনামূল্যে ৩০ হাজার সদস্যকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যশরাজ ফিল্মস। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের কাছে যশরাজ ফিল্মস অনুরোধ করেছে, ৬০ হাজার ভ্যাকসিন কেনার অনুমতি যেন পায় তারা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ভারতজুড়ে করোনার সংক্রমণ দুই কোটি ছাড়িয়েছে। প্রায় দুই সপ্তাহ ধরে দৈনিক তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে দুই লাখ ২০ হাজারের বেশি মানুষের। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনায় মৃত্যু ও সংক্রমণের সত্যিকার সংখ্যা আরও বেশি। নমুনা পরীক্ষা হচ্ছে অনেক কম আর অনেক রোগী চিকিৎসককে দেখানোর আগেই মারা যাচ্ছেন।