বিয়ে করলেন নায়িকা রোদেলা জান্নাত
শাকিব খানের সঙ্গে ‘শাহেন শাহ’ ছবিতে জুটি বেঁধে রাতারাতি তারকা খ্যাতি পান রোদেলা জান্নাত। ছবিটি এখনো মুক্তির অপেক্ষায়। নতুন খবর হলো, বিয়ে করেছেন তিনি। গতকাল পারিবারিকভাবেই আকদ সম্পন্ন হয়েছে রোদেলার। কিছুদিনের মধ্যে সবাইকে নিয়ে সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন বলেও জানিয়েছেন রোদেলা।
মডেল-অভিনেতা খালেদ হোসেন চৌধুরী সুজনকে বিয়ে করেছেন রোদেলা জান্নাত। এরই মধ্যে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন খালেদ নিজেও। নিজের জন্মদিনের সেরা উপহার উল্লেখ করে রোদেলা জান্নাতের সঙ্গে বিবাহপরবর্তী ছবি দিয়ে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ নসিব হুয়া, ২০.০২.২০২০ বেস্ট বার্থডে গিফট এভার।’
চিত্রনায়িকা রোদেলা জান্নাতের ফেসবুকেও শোভা পাচ্ছে বিয়ের একাধিক ছবি। খালেদ একজন নামী র্যাম্প মডেল। এ ছাড়া চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের বিভিন্ন ধরনের প্রশ্ন করে আলোচনায় আসেন খালেদ হোসেন চৌধুরী সুজন।
রোদেলা এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল হুট করেই আমাদের আকদ সম্পন্ন হয়েছে। দুই পরিবারের উপস্থিতিতেই সবকিছু হয়েছে। আমার ইচ্ছে ছিল সবাইকে জানিয়ে, সবাইকে সঙ্গে নিয়ে বিয়েটা করব। তবে এখন শুধু আকদ হয়েছে। কিছুদিনের মধ্যে সবাইকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করেছেন রোদেলা। এর আগে একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কিছুদিন কাজ করেছিলেন। এ ছাড়া ক্ল্যাসিকাল নাচেও পারদর্শী নতুন এই নায়িকা।
অন্যদিকে, মডেলিংয়ের পাশাপাশি খালেদ হোসেন চৌধুরী সুজন শিরিন এন্টারপ্রাইজে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।