‘বীর’ কাজী হায়াতের শেষ ছবি!
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি। ‘বীর’ তাঁর ৫০তম চলচ্চিত্র। আসন্ন ভালোবাসা দিবসে সারা দেশে ছবিটি মুক্তি পাচ্ছে। তবে ‘বীর’ তাঁর পরিচালিত ‘শেষ ছবি’ বলে ইঙ্গিত দিলেন পরিচালক কাজী হায়াৎ। গতকাল সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবির মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে কাজী হায়াৎ এমন ইঙ্গিত দেন।
গত বছরের শুরুতে ‘বীর’ ছবির ঘোষণা দিয়ে হঠাৎ অসুস্থ হয়ে নিউইয়র্কে প্রায় ছয় মাস চিকিৎসা নেন কাজী হায়াৎ। সুস্থ হয়ে সিনেমা নির্মাণ শুরু করেন। ‘বীর’ নির্মাণের মাধ্যমে ক্যারিয়ারে পরিচালক হিসেবে হাফ সেঞ্চুরি করলেন কাজী হায়াৎ।
সংবাদ সম্মেলনে কাজী হায়াৎ আবেগপ্রবণ হয়ে পড়েন। কান্নাজড়িত কণ্ঠে কাজী হায়াৎ বলেন, “কত দিন আর বাঁচব, জানি না। হয়তো ‘বীর’ আমার শেষ ছবি। শাকিব ও প্রযোজক ইকবাল টাকা দিয়ে আমাকে ৫০তম ছবি করার সুযোগ দিয়েছে, এ জন্য আমি তাঁদের কাছে কৃতজ্ঞ।”
কাজী হায়াৎ আরো বলেন, “নিউইয়র্কে যখন চিকিৎসাধীন ছিলাম, আমার মৃত্যুর গুজব ছড়িয়েছিল। তখন আমি পৌনে এক ঘণ্টা ছিলাম মৃতপ্রায়। সেই অবস্থা থেকে ফিরে এসে আবার সিনেমা করতে পারব, কখনোই ভাবিনি। এই ছবি করতে গিয়ে আমি অনেকের প্রতি রাগান্বিত হয়েছি, বকা দিয়েছি; প্রত্যেকের কাছে ক্ষমা চাচ্ছি। কারণ, ‘বীর’-এর পর আবার অ্যাকশন-কাট বলে ছবি নির্মাণ করতে পারব কি না, এর কোনো গ্যারান্টি নাই। এখানেই হতে পারে সমাপ্তি!”
প্রায় ৮০টির মতো হলে আগামীকাল ১৪ ফেব্রুয়ারি ‘বীর’ মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক ফারুক, আলমগীর, চিত্রনায়ক শাকিব খান, মিশা সওদাগর, ইমন, নিরব, নাদিম, সোহানুর রহমান সোহান, মুশফিকুর রহমান গুলজার, খোরশেদ আলম খসরু, মালেক আফসারী প্রমুখ।
গত ৪ ফেব্রুয়ারি ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পায়। ছবিটির প্রশংসা করেছেন সেন্সর বোর্ডের সদস্যরা। ছবিটি প্রযোজনা করেছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। এর সহপ্রযোজক হিসেবে আছেন মোহাম্মদ ইকবাল। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক কাজী হায়াৎ।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ। প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও হালের জনপ্রিয় তারকা শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি।
এই ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, নানা শাহ, জ্যাকি আলমগীর, কমল, কাবিলাসহ অনেকে। এর আগে শাকিব খানের এস কে ফিল্মস থেকে ‘হিরো : দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ নামে দুটি ছবি মুক্তি পায়। ছবি দুটি ব্যবসায়িক সফলতাও পেয়েছে। ‘বীর’ শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় ছবি।