ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন চিত্রনায়ক ফারুক
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। অনেকের মত, আজও প্রয়াত এ তারকা সমান জনপ্রিয়। কেউ কেউ তো বলেন, তাঁর চেয়ে দর্শকপ্রিয় নায়ক আর তৈরি হয়নি ঢালিউডে। তবে এক ভিডিওতে বলতে শোনা যায়, এ নিয়ে দ্বিমত পোষণ করেছেন একসময়ের জাঁদরেল অভিনেতা ও বর্তমানে সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ওরফে চিত্রনায়ক ফারুক।
সম্প্রতি চলচ্চিত্রের ‘মিয়া ভাই’খ্যাত ফারুকের প্রয়াত অভিনেতা সালমান শাহকে নিয়ে একটি ভিডিও-সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। গত দুদিন এ নিয়ে দ্বিধাবিভক্ত অন্তর্জালবাসী। অনেকেই চিত্রনায়ক ফারুকের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। অন্তর্জালে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনটিভি অনলাইনকে ফারুক বলেছেন, ‘১৫ মিনিটের বক্তব্য থেকে ১৫ সেকেন্ড কেটে পুরো কথার অর্থ পরিবর্তন করে দেওয়া হয়েছে।’
১৫ সেকেন্ডের ওই ভিডিওতে ফারুক বলেন, ‘সালমান শাহ কী? আহামরি কী সে এমন, এত কথা বলো, কী সে… হাজারো সালমান শাহকে বিট করে দিচ্ছে আমাদের শাকিব (খান)। কোথায় নিয়ে চলে গেছে শাকিব। এগুলো ধরলে আমরা কিন্তু কথা বলতে পারি।’
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে মত জানতে চাইলে এনটিভি অনলাইনকে নায়ক ফারুক বলেন, ‘কে বা কারা এসব ভিডিও প্রকাশ করছে, বিষয়টি আমার জানা নেই। ১৫ মিনিটের বক্তব্য থেকে ১৫ সেকেন্ড কেটে পুরো কথার অর্থই চেঞ্জ করে দিয়েছে। আসলে কিছু মানুষ থাকে, যারা নেতিবাচক কথাগুলো প্রচার করে বিভক্তি তৈরি করতে চায়। আমি খবর নিচ্ছি, কে বা কারা এসব বিভ্রান্তি ছড়াচ্ছে।’
এ অভিনেতা-সাংসদ আরো বলেন, ‘সালমান শাহ ভালো কাজ করেছে। যে কারণে জনপ্রিয়তা পেয়েছে। মৃত্যুর এতদিন পরও সবাই তাকে স্মরণ করে। আর শাকিব খান এখনো কাজ করছে। দর্শক তার কাজ দেখে তাকে ভালোবাসছে। বিষয়টা এত পেঁচানোর কী আছে। আমি কেন কাউকে অসম্মান করে কথা বলব?’
১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় সালমান শাহর। মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন ২৭টি চলচ্চিত্রে। তাঁর অভিনীত ছবির মধ্যে রয়েছে—‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘অন্তরে অন্তরে’, ‘দেনমোহর’, ‘তোমাকে চাই’, ‘বিক্ষোভ’, ‘বিচার হবে’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘আনন্দ অশ্রু’, ‘আশা ভালোবাসা’, ‘জীবন সংসার’, ‘মহামিলন’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘এই ঘর এই সংসার’, ‘আঞ্জুমান’, ‘কন্যাদান’, ‘মায়ের অধিকার’, ‘প্রেম যুদ্ধ’, ‘স্নেহ’, ‘সত্যের মৃত্যু নাই’, ‘সুজন সখী’, ‘তুমি আমার’, ‘প্রিয়জন’, ‘স্বপ্নের নায়ক’, ‘বুকের ভিতর আগুন’, ‘প্রেম পিয়াসী’।
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে সব থেকে বড় শূন্যতা তৈরি করে বিদায় নিয়েছেন সালমান শাহ। তবে তাঁর মৃত্যু নিয়ে রয়েছে নানা রহস্য। তাঁর মৃত্যু নিয়ে আদালতে মামলা চলমান।