মানুষ আমার সমালোচনা বেশি দেখে : দীঘি
তরুণ চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি মনে করেন তিনি আলোচিত বলেই মানুষ তাঁর সমালোচনা বেশি দেখে।
নায়িকা কথাটা বলেছেন এভাবে, ‘সবসময় সব সেক্টরে আলোচিতরা আগে সমালোচনায় পড়েন। তাই আমি মনে করি, আমি আলোচিত বলেই মানুষ আমার সমালোচনা বেশি দেখে।’
শুক্রবার রাতে একটি আয়োজনে অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন দীঘি। তিনি আরও বলেছেন, ‘ছোটবেলায় যে পরিমাণ মানুষ ছোট্ট দীঘিকে ভালোবাসতো বড়বেলায় আমি এখনো সেই পর্যন্ত যেতে পারিনি। এজন্য বড়বেলার দীঘিকে আরও টাইম দেয়া উচিত। তবে এখন আমাকে কেন কেউ খারাপ মন্তব্য করছে এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নেই। এসব যত হবে আমি মানসিকভাবে শক্তিশালী হবো। জিদ চাপবে আরও ভালো কাজ করতে হবে। আমার মনে হয়, মাঝেমধ্যে এসব দরকার আছে, নইলে সবকিছু নিরামিষ মনে হবে।’
তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া দীঘিকে নিয়ে গেল সপ্তাহে বিতর্কিত মন্তব্য করেন পরিচালক রায়হান রাফী। এই প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘সরাসরি নাম উল্লেখ করে আমি কাউকে ছোট করিনি। তারপরেও যদি সমালোচনা হয়, আমি কষ্ট পাই না। বরং এসব কিছু আমাকে স্ট্রং করে। দিনশেষে মানসিকভাবে শক্তি পাই, শিক্ষা নেই।’
সম্প্রতি দীঘি যুক্ত হয়েছেন ‘ফেরা’ শিরোনামে নতুন এক ওয়েব ফিল্মে। আরটিভির প্রযোজনায় শুটিং শুরু হবে নতুন বছরে।
প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সময়টা ২০০৬ সাল। দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে গত বছরের মার্চে।