মাস্ক পরে ক্যামেরার সামনে দাঁড়াতে পারবেন না অভিনেতারা : সঞ্জয়
করোনাভাইরাস পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী চলমান লকডাউনে বিপর্যস্ত পৃথিবী। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে শুটিং। তবে বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ভাবছেন ভিন্ন কিছু। সবাই যখন সেটে ফিরবেন, তখন সবকিছু কীভাবে পরিবর্তন হবে, সেই ভাবনা পেয়ে বসেছে তাঁকে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সঞ্জয়। ‘আমার নিরাপত্তাহীনতার একটি হলো কাজে ফেরা। অন্য পেশার প্রসঙ্গ যখন আসে, একজন তাঁর সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। কিন্তু একজন অভিনেতার কাজ অন্য কেউ করতে পারেন না। ক্যামেরার সামনে একজন অভিনেতাকে মাস্কবিহীন দাঁড়াতে হয়। এই কাজে অ্যাকশন দৃশ্য থেকে শুরু করে অন্তরঙ্গ দৃশ্যতে আমাদের অনেকবার শারীরিকভাবে সম্পৃক্ত হতে হয়। সুতরাং আমি ভেবে অবাক হচ্ছি, কীভাবে চলচ্চিত্রজগৎ সবকিছু সামলে নেবে। এতে অনেক বেশি আক্রান্ত হতে পারে,’ বলেন সঞ্জয় কাপুর।
এক মাসের বেশি সময় ধরে লকডাউনে থাকা সঞ্জয় জানান, তাঁর দুই সন্তান শানায়া কাপুর ও জাহান কাপুর এ সময়ে যথেষ্ট পরিপক্বতা ও ইতিবাচকতা দেখাচ্ছে।
‘বাচ্চারা এ সময়ে বিরক্ত কিংবা নার্ভাস হতে পারে। কিন্তু আমার সন্তানদের অবদান এই তাঁরা আমাদের ভীষণ শান্ত, উৎসাহপূর্ণ ও ধীর থাকতে সাহায্য করেছে। আমাদের মেয়ের এক বন্ধু রাস্তার মোড়ে থাকে, তার নিজের বাংলো আছে। আমার মেয়ে সেখানে সহজেই যেতে পারে। কিন্তু সে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বাড়িতে এ রকম ইতিবাচকতা এই সময় পার করতে সাহায্য করছে,’ বলেন সঞ্জয়।
গত ৫ মে চলচ্চিত্রে ২৫ বছর পূর্ণ করেছেন সঞ্জয় কাপুর।