‘মুখোশ পরে হামলা করে নিজেদের পুরুষ বলো?’ বিস্ফোরক সুনীল শেঠি
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার বিরুদ্ধে গর্জে উঠেছে ভারত। সমাজের প্রায় সব স্তরের মানুষ প্রতিবাদে ফুঁসছে। বলিউড তারকারাও অন্তর্জালে প্রতিবাদ জানাচ্ছেন। এবার মুখ খুললেন অ্যাকশন হিরো সুনীল শেঠি।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানায়, স্পটবয় ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খোলেন সুনীল শেঠি। তিনি বলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। বিজেপি, কংগ্রেস, এনসিপি যে দলের সঙ্গেই যুক্ত থাকুন না কেন, শিক্ষার্থীদের ওপর এভাবে হামলা কখনোই সমর্থনযোগ্য নয়।
মুখোশ পরে ছাত্রছাত্রীদের ওপর হামলা, এটা পুরুষোচিত কাজ নয় বলে প্রশ্ন তোলেন সুনীল শেঠি।
এসবের পাশাপাশি যাঁরা কাশ্মীরের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদেরও একহাত নেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা। সুনীল বলেন, কাশ্মীর ভারতের অঙ্গ ছিল, এখনো আছে। ভবিষ্যতেও থাকবে। তাই কাশ্মীরের স্বাধীনতা চাই বলে যাঁরা স্লোগান দিচ্ছেন, এবার তাঁরা মুখ বন্ধ করুন।
হিন্দু, মুসলিম, শিখসহ সবাই যাতে একসঙ্গে ভারতে বসবাস করতে পারেন, সেই আবহাওয়া তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন সুনীল শেঠি।
সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকারা—দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গত রোববারের হামলার প্রতিবাদে ঝড় উঠেছে অন্তর্জালেও। শাবানা আজমি থেকে স্বরা ভাস্কর, তাপসী পান্নু, অনিল কাপুর, দীপিকা পাড়ুকোন, অনুরাগ কাশ্যপ এ ঘটনায় তীব্র নিন্দা করেছেন।
গত সোমবার ‘মালাং’ ছবির ট্রেইলার উদ্বোধন অনুষ্ঠানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলেন অনিল কাপুর। তিনি বলেন, সেখানে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
বলিউডের এই বর্ষীয়ান অভিনেতার পাশাপাশি আদিত্য রায় কাপুরও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনার তীব্র প্রতিবাদ করেন।