মেঝে ঝাড়ু দিলেন ক্যাটরিনা কাইফ (ভিডিও)
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/02/03/katrina.jpg)
নিজের ঘর যে নিজেই সাফসুতরো করে রাখেন ক্যাটরিনা কাইফ, তার প্রমাণ মিলল সাম্প্রতিক ভিডিওতে। এ আবেদনময়ীর ঝাড়ু দিয়ে মেঝে পরিষ্কার করার ভিডিও ভাইরাল হলো।
হিন্দুস্তান টাইমস প্রতিবেদনে জানিয়েছে, ক্যাটরিনা কাইফের মেঝে ঝাড়ুর দৃশ্য প্রকাশ্যে এনেছেন অক্ষয় কুমার। ‘সূর্যবংশী’ সিনেমায় তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ক্যাট। শুটিং সেটের মেঝে পরিষ্কার করেছেন নায়িকা।
ভিডিওতে দেখা যাচ্ছে, মেঝে ঝাড়ু দিচ্ছেন ক্যাটরিনা আর অক্ষয়কে বলতে শোনা যাচ্ছে, ‘আরে ক্যাটরিনাজি, কী করছেন আপনি?’ সাদা সালোয়ার-কামিজ পরা ক্যাটরিনাকে এ সময় হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে। ইনস্টাগ্রামে সেই ভিডিও শেয়ার করে ক্যাটরিনার সঙ্গে কৌতুকও করেছেন অক্ষয়। বলেছেন, ‘পরিচ্ছন্ন ভারতের শুভেচ্ছাদূত ক্যাটরিনা।’
ক্যাটরিনার ঝাড়ু দেওয়ার দৃশ্য এরই মধ্যে অন্তর্জালে ঝড় তুলেছে। প্রকাশের এক ঘণ্টায় দেখা হয়েছে ১৬ লাখের বেশিবার।
‘সূর্যবংশী’ পরিচালনা করছেন রোহিত শেঠি। অজয় দেবগনের সঙ্গে ‘সিংহম’ ও রণবীর সিংয়ের সঙ্গে ‘সিম্বা’ করার পর এটি রোহিতের তৃতীয় পুলিশি ড্রামা হতে চলেছে। সম্প্রতি এ নির্মাতা ঘোষণা দিয়েছেন, ছবিতে বিশেষ দৃশ্যে দেখা যাবে জ্যাকি শ্রফকে।
গত বছরের মে মাসে শুরু হয় ‘সূর্যবংশী’ ছবির শুটিং। শোনা যাচ্ছে, আগামী মার্চের ২৭ তারিখে বড়পর্দায় উঠবে ছবিটি। আর সুখবর হলো, নব্বই দশকের আইকনিক গান ‘টিপ টিপ বর্ষা পানি’ গানের রিমেক দেখা যাবে এ ছবিতে।