যে কারণে ১০ বছর মিডিয়া থেকে দূরে থাকেন বিজয়
তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ৬৫তম ‘বিস্ট’ সিনেমা বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে আজ। এ সিনেমা নিয়ে উন্মাদনা এতটাই, আজ তামিলনাড়ুর বেশ কয়েকটি কোম্পনি ছুটি ঘোষণা করেছে। যাঁর এত খ্যাতি, অনেকের পরম আকাঙ্ক্ষিত, তিনিই কি না দীর্ঘদিন ধরে মিডিয়াকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
সিনেমার প্রচারে ব্যস্ত ‘বিস্ট’ টিম। তবে সবাই জানেন, খুব একটা সংবাদমাধ্যমবান্ধব নন থালাপতি বিজয়। সর্বদা চেষ্টা করেন মিডিয়া থেকে দূরে থাকতে। তাই বলে যে দু-একটা দেন না, তা নয়। অনুরোধের ঢেঁকি তো গিলতেই হয় মাঝেমধ্যে!
বলিউড হাঙ্গামার খবর, সম্প্রতি একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেছেন, বিতর্ক এড়াতে একেবারে সচেতনভাবে তিনি মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করেন। সাক্ষাৎকারটি প্রচার হয়েছে সান টিভিতে, যেটি ‘বিস্ট’ সিনেমার প্রযোজক সংস্থা সান পিকচার্সের। সাক্ষাৎকার নিয়েছেন ‘বিস্ট’ পরিচালক নেলসন দিলীপকুমার।
কেন তুমি সাক্ষাৎকার দিতে চাও না, তোমার শিডিউল কি ঠাসা? নেলসনের প্রশ্নের জবাবে বিজয় বলেন, ‘না, তেমনটা নয়। সাক্ষাৎকারের জন্য আমার সময় আছে, কিন্তু দেওয়া হয় না আর কি। প্রায় ১০ বছর আগে আমি একটি সাক্ষাৎকার দিয়েছিলাম। মনে হয়েছে সেই সাক্ষাৎকারে আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। ব্যাপারটা ভালো লাগেনি। এমনকি আমার পরিবারের সদস্যরাও জিজ্ঞাসা করেছিল, কেন আমি এত অহংকারভরে কথা বলেছি। তারপর আমাকে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফোন করতে হয়েছিল এবং তাঁকে ব্যাখ্যা করতে হয়েছিল যে আমি এটা বলতে চাইনি। আমি এটি সব সময় ঠিকভাবে করতে পারি না। তাই সাক্ষাৎকার থেকে দূরে থাকি।’
জানিয়ে রাখা ভালো, ২০০৯ সালে ‘ভিল্লু’ সিনেমার প্রচার চলাকালে এক সাংবাদিক সম্মেলনে মেজাজ হারিয়ে ফেলেছিলেন বিজয়, যা সবাইকে অবাক করেছিল।
পরিচালক নেলসন দিলীপকুমারের ‘বিস্ট’ সিনেমায় বিজয়ের নায়িকা পূজা হেজ। সিনেমাটিতে বিজয় স্পেশাল এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন, যেখানে পাকিস্তানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার গল্প আছে। এ সিনেমা তামিল, তেলেগু, হিন্দি, মালয়ালাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে।
খবরে প্রকাশ, ১৫০ কোটি বাজেটের এই সিনেমায় থালাপতি বিজয় পারিশ্রমিক নিয়েছেন প্রায় ১০০ কোটি রুপি। এ সিনেমা নিয়ে বিতর্ক উঠেছে। কুয়েত ও কাতারে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। তবে বাণিজ্য বিশ্লেষকদের পূর্বাভাস, বক্স অফিসে তুফান ছোটাবে সিনেমাটি।