দেশের মানুষ ও সম্পদ রক্ষা করার দায়িত্ব সবার : সাবিলা নূর
ছাত্রদের অসহযোগ আন্দোলন এবং এক দফা দাবি আদায়কে ঘিরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। খবরটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষদের সঙ্গে বিজয় উল্লাসে মেতে ওঠে দেশের শোবিজ অঙ্গন। বিভিন্ন অভিনয়শিল্পী, চিত্রতারকা, সংগীতশিল্পীরা সামাজিক মাধ্যমে তাদের উল্লাস প্রকাশ করেন।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাবিলা নূর তাদের একজন। সামাজিক মাধ্যমে তারুণ্যের অবদান উল্লেখ করে বিজয় উল্লাসে মেতে ওঠেন তিনি। এক ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের পতাকা হাতে জনস্রোতের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার।’
সাবিলা নূর লেখেন, ‘এই স্বাধীনতা তোমাদের। পুরোটাই তোমাদের। জেমস অফ জেন-জি এর লড়াকুরাই এই গল্পের রূপকার। একেই বলে তরুণ্যের জয়। কিন্তু এর পরেই অপর একটি পোস্টে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত চেয়ে অনুরোধ করেন।
সবশেষ তিনি লেখেন, 'আসুন, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করি। দেশ ও দেশের মানুষ ও দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।'