যৌনতা-গালিগালাজ, ওটিটিতে অ্যালার্জি সালমান খানের
ওটিটিতে যে ধরনের যৌনতা, খারাপ দৃশ্য এবং গালিগালাজ দেখানো হয়, সেগুলো বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বলিউড ভাইজান সালমান খান।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ফিল্মফেয়ার পুরস্কার সঞ্চালনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানের দায়িত্ব সামলানোর সঙ্গে সঙ্গে এদিন নানান বিষয়ে নিজের মন্তব্য করেন বলিউড সুপারস্টার ।
অনুষ্ঠানে শাহরুখ, অজয়, আমিরকে নিয়ে যেমন বলতে বাকি রাখেননি, তেমনই এই পুরস্কার সংক্রান্ত সংবাদ সম্মেলনে ওটিটি প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। তাঁর কথায়, যত পরিষ্কার কনটেন্ট হবে, ততই মানুষ ভালোভাবে সেটিকে গ্রহণ করবে।
ওটিটিতে বেশি কিছু বিষয় বন্ধ হওয়া উচিত বলেই মনে করেন সালমান। তিনি বলেন, ‘ওটিটিতে যে ধরনের যৌনতা, খারাপ দৃশ্য এবং গালিগালাজ দেখানো হয়, সেগুলো বন্ধ হওয়া উচিত। ওদেরও সেন্সর থাকা উচিত। বাচ্চাদের ফোনেও এগুলো দেখা যায়। ১৫-১৬ বছরের বাচ্চা যদি এগুলো দেখে আপনাদের ভালো লাগবে? আমার মনে হয়, কনটেন্ট বিচার-বিবেচনা করে তারপরেই আনা উচিত। যত ক্লিন কনটেন্ট হবে, ততো এর ভিউজ বাড়বে। সিনেমার ক্ষেত্রে যেমন সেন্সর বোর্ডে কাটছাঁট নিয়ম বহাল। তেমনি টিভির ক্ষেত্রেও কিছু কিছু বিষয়ে কাটছাঁট হয়ে থাকে। কিন্তু ওটিটি আজও এই আয়ত্বের বাইরে।’
সালমান বললেন, ‘যারা বোল্ড দৃশ্যে অভিনয় করতে চান না, তাদের দূরে চলে যেতে হয়। তাঁরা এক্ষেত্রে সুযোগ পান না। আপনি সবকিছু করে ফেলেছেন, ওপেন চুমু খাচ্ছেন, শারীরিক দৃশ্যে অভিনয় করছেন। যখন বাড়ি ঢুকছেন, আপনার গাড়ির ড্রাইভার অথবা বাড়ির পাহারাদার সেটিই দেখছে। অল্প অল্প ঠিক আছে, এখন যদিও বা অনেকটাই নিয়ন্ত্রণে সবকিছু।’
‘অভিনেতা হিসেবে যারা আসলেই প্রতিভাবান, তারা নিজেদের ব্যক্তিসত্তা বলি দিতে পারছেন না বলেই ওটিটি প্লাটফর্মে আসতে পারছেন না।’ সালমান আরও বলেছেন, ‘আমরা ভারতীয়, আমাদের সবকিছু নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই।’