রাজকুমারের বিয়ে : সুখবিলাসে রাত কাটালে ৬ লাখ!

গুঞ্জন নয়। ১০ বছর প্রেমের পর সত্যিই ১৩ নভেম্বর রাতে আংটিবদল করেছেন বলিউড তারকা রাজকুমার রাও ও পত্রলেখা। সামাজিক পাতায় তাঁদের বাগদানের ভিডিও ভাইরাল হয়েছে। এবার বিয়ের জন্য প্রস্তুত তাঁরা।
বলিউড বাবলের খবর, রাজকুমার ও পত্রলেখার বাগদান অনুষ্ঠান হয় নয়া চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে। যদিও তাঁদের বিয়ের খবরাখবর গোপন রাখা হয়েছে। তবে মনে হচ্ছে, সুখবিলাসেই তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে।
বিলাসবহুল ওই রিসোর্টের ওয়েবসাইট অনুযায়ী, হিমালয়ের মনোরম স্থানে সুখবিলাস অবস্থিত। এর আয়তন আট হাজার একর।
ওই হোটেলে চার ধরনের রুম আছে। রাত কাটাতে হলে রুমপ্রতি ভাড়া পড়বে ৩৭ হাজার ৫০০ রুপি থেকে ছয় লাখ রুপি—প্রিমিয়ার রুম, রয়েল ফরেস্ট টেন্ট উইথ প্রাইভেট পুল, লাক্সারি ভিলা উইথ প্রাইভেট পুল এবং সবশেষে কোহিনুর ভিলা।
গত শনিবার রাতে বাগদান সেরেছেন রাজকুমার রাও ও পত্রলেখা। শিগগিরই তাঁদের বিয়ে হবে চণ্ডীগড়ে। বাগদান অনুষ্ঠানে সাদা পোশাক পরেছিলেন দুজনই। হাঁটু মুড়ে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার। পরে তাঁরা আংটিবদল করেন।
বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ যুগলের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। নির্মাতা ফারাহ খান ও অভিনেতা সাকিব সেলিমও উপস্থিত ছিলেন। এবার ভক্তরা তাঁদের স্বামী-স্ত্রীরূপে দেখার জন্য উদগ্রীব।