রেডিওতে ‘মৌসুমী হাওয়া’
চলচ্চিত্র, নাটক, পরিচালনা, মডেলিং, উপস্থাপনা—বিনোদন অঙ্গনের অনেক ক্ষেত্রেই পদচারণা রয়েছে প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমীর। ধীরে ধীরে হয়ে উঠেছেন কোটি মানুষের প্রিয়মুখ। বাগ্মী হিসেবেও পরিচিতি রয়েছে ঢালিউডের অন্যতম শীর্ষ এই অভিনেত্রীর। আর এবার কথার ঝড় তুলতে রেডিওতে হাজির হয়েছেন মৌসুমী।
কথার বুননে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করতে গত রোববার ওই অনুষ্ঠানে হাজির হন মৌসুমী। এবিসি রেডিওতে প্রচারিত ওই অনুষ্ঠানের নাম ‘ডিঙ্কো ফ্লোট প্রেজেন্টস মৌসুমী হাওয়া’। এখন থেকে প্রতি রোববার রাত ৯টায় এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।
এ বিষয়ে মৌসুমী বলেন, ‘এবিসি রেডিওর নতুন এই অনুষ্ঠানের বিষয়বস্তু আমার কাছে ভালো লেগেছে। দর্শকদের কাছাকাছি যেতে আমরা সব সময়ই ভালো লাগে। তাঁদের উৎসাহ আমার মধ্যে অনুপ্রেরণা হয়ে কাজ করে। যে কারণে অনুষ্ঠানটি করতে আরো বেশি আগ্রহ তৈরি হয়েছে। এখন থেকে প্রতি রোববার রাত ৯টায় এবিসি এফএম (৮৯.২)-তে হাজির হব।’
মৌসুমী অভিনীত প্রথম ছবি ‘কেয়ামত থেকে কেয়ামত’। চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দাতেও প্রায়ই দেখা যায় তাঁকে। এছাড়া ২০০৩ সালের চলচ্চিত্র ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ পরিচালনার মাধ্যমে একজন পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি-সম্মাননা রয়েছে তাঁর ঝুলিতে ।
মৌসুমীকে আগামীতে ‘অর্জন ৭১’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ। এ ছবিতে ফিরোজা নামের একটি চরিত্রে অভিনয় করছেন মৌসুমী। একজন মুক্তিযোদ্ধা ও পুলিশ অফিসারের স্ত্রীর চরিত্রে দর্শক এ সিনেমায় তাঁকে দেখতে পাবেন। প্রথম ধাপের পর রাজারবাগ পুলিশ লাইন্সসহ দেশের উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এ সিনেমার বাকি শুটিংয়ে শিগগিরই অংশ নেবেন মৌসুমী।