লাইক দেওয়ার জের, অক্ষয়কে মেরুদণ্ডহীন বললেন পরিচালক
মাত্র একটি লাইক, আর তাতেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে বিনোদন অঙ্গনে। অবস্থা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে বয়কটের ডাক এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনার সূত্রপাতও অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যম থেকেই।
ভারতীয় দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল দেশটির বিভিন্ন অঞ্চল। কোথাও কোথাও ছড়িয়ে পড়ছে সহিংসতা। আর এরই মধ্যে ব্যাপক আলোচনায় আসে একটি ভিডিও।
জানা যায়, ওই আইনের প্রতিবাদে ভারতের দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মুখর হয়ে ওঠেন। কিন্তু এতে বাদ সাধে পুলিশ। শুধু তাই নয়, গত রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন একটি কলোনিতে ঢুকে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করা হয়। আর ওই ভিডিও ভাইরাল হয় মুহূর্তেই। এতে লাইক দেন অক্ষয়। তাঁর এমন কর্মকাণ্ডে তুমুল সমালোচনা শুরু হয় সর্বত্র। যদিও ভুল করে ‘লাইক’ দিয়েছেন বলে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান অক্ষয়। “জামিয়া মিলিয়া শিক্ষার্থীদের ব্যাপারে করা টুইটে আমার ‘লাইক’ ভুলক্রমে দেওয়া। আমি স্ক্রল করছিলাম ও দুর্ঘটনাবশত লাইকে চাপ লেগে গেছে। বিষয়টি যখন আমি বুঝতে পেরেছি, দ্রুত আমি তা আনলাইক করেছি। ওই রকম ঘটনাকে আমি কোনোভাবেই সমর্থন করি না।”
তাতে অবশ্য সমালোচনা থামেনি; বরং অক্ষয়কে বাক্যবাণে বিদ্ধ করতে একের পর এক হাজির হচ্ছেন তারকারা। এবার সেই তালিকায় যোগ দিলেন পরিচালক অনুরাগ কশ্যপ। কোনো রাখঢাক না রেখেই অক্ষয়কে মেরুদণ্ডহীন আখ্যায়িত করেছেন তিনি।
এর আগে ভারত সরকারের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ রেখেছিলেন অনুরাগ। তাঁর অভিযোগ ছিল, সাধারণ মানুষকে বাকরুদ্ধ করছে সরকার। তাঁদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। তবে কিছুদিনের বিরতি শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফিরেছেন অনুরাগ। আর ফিরেই অক্ষয়কে এক হাত নিলেন তিনি।
তাঁর মূল অভিযোগ ছিল, সরকার বাকরুদ্ধ করছে সাধারণ মানুষকে। কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। এমন আক্ষেপ করেই সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিয়েছিলেন তিনি। তবে এবার স্বমহিমায় ফিরলেন। এখন দেখার বিষয়, তাঁর এমন মন্তব্যে অক্ষয়ের প্রতিক্রিয়া কেমন হয়।
২০১৬ সাল থেকে অক্ষয়ের প্রায় সব ছবিই বক্স অফিসে হিট হয়। যার মধ্যে ‘হাউসফুল ফোর’ ও ‘মিশন মঙ্গল’ ২০০ কোটির মাইলফলক স্পর্শ করে। অক্ষয়কে আগামীতে ‘লক্ষ্মী বোম’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি।