শাহরুখের বাড়ি নিয়ন্ত্রণ করেন শাশুড়ি
বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে নিজের বিলাসবহুল মুম্বাইয়ের মান্নাত বাসভবনের বাদশাহ যে তিনিই, সে কথা বলা যাবে না। সম্প্রতি শাহরুখের স্ত্রী গৌরী খান জানিয়েছেন, দিল্লি থেকে মান্নাতের ‘রিমোট কন্ট্রোল’ তাঁর মায়ের হাতে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌরী খান বলেন, ‘আমার মা মান্নাতের কর্মীদের কল ও হোয়াটসঅ্যাপে নির্দেশনা দিয়ে থাকেন। দূরবর্তী স্থান থেকে ঘর পরিষ্কার এবং পরিচালনার তদারকি করেন। কর্মীদের সঙ্গে তিনি হটলাইনে যোগাযোগ করেন এবং ছবি আদান-প্রদান করেন। এ ছাড়া হোয়াটসঅ্যাপে ছবি দেখে কোন জায়গা নোংরা, কোন জায়গা পরিচ্ছন্ন হওয়া প্রয়োজন, কোন জায়গার স্যানিটাইজেশন দরকার; এসব নির্দেশনা দিয়ে তিনি কর্মীদের ব্যস্ত রাখেন।’
সাক্ষাৎকারে গৌরী খান আরো জানিয়েছেন, এসব কাজের মাধ্যমে তিনি নিয়মিত মায়ের কাছ থেকে শিখছেন। এ ছাড়া তাঁর মায়ের একটি বিশাল সাহায্যের মন রয়েছে।
২০১৮ সালে ‘জিরো’ সিনেমা মুক্তির পর আর বড় পর্দায় নেই বলিউড বাদশাহ শাহরুখ খান, যা বক্স অফিসে সাড়া জাগাতে চরমভাবে ব্যর্থ হয়েছিল। তবে এখন পত্রপত্রিকার খবর, তিন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কিং খান। সেগুলো হচ্ছে বলিউডের সফল পরিচালক সিদ্ধার্থ আনন্দের সিনেমা ‘পাঠান’, রাজকুমার হিরানির নাম ঠিক না হওয়া একটি ‘সামাজিক কমেডি’ আর তামিল পরিচালক অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী একটি বাণিজ্যিক সিনেমা।