শুভ জন্মদিন হৃদয় খান
তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় গায়ক হৃদয় খান। অল্প সময়ের মধ্যে গান গেয়ে লাখো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন এই গায়ক। আজ তাঁর জন্মদিন। বিশেষ দিনে লাখো ভক্তের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
হৃদয় খান ১৯৯০ সালের ১৮ জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। পরিবারে দুই ভাই ও এক বোনের মধ্যে হৃদয় বড়। ছোট ভাই প্রত্যয় খানও গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। মা শেফালী খান ও বাবা রিপন খান, যিনি বাংলাদেশের ‘জিঙ্গেল কিং’ নামে পরিচিত। তাঁর দাদা মইনুল ইসলাম খান সংগীতশিল্পী ও সংগীত প্রশিক্ষক ছিলেন।
হৃদয় খানের গান গাওয়া কিংবা কম্পোজিশনের শুরু কিশোর বয়সে। তাঁর দাদা ছিলেন গানের ওস্তাদ। বসার ঘরে ছেলেমেয়েদের নিয়মিত গান শেখাতেন। সেই পথ ধরে বাবা রিপন খানও হলেন সংগীতশিল্পী।
২০০৮ সালে লেজার ভিশন থেকে ‘হৃদয় মিক্স’ বাজারে আসে। সেই অ্যালবামের কয়েকটি গান তাঁকে দ্রুত পরিচিতি দেয়। এরপর তাঁর আরো কয়েকটি অ্যালবাম বের হয়। শৈশবে হৃদয় খানের ক্রিকেটার হওয়ার প্রবল আগ্রহ ছিল। কিন্তু তিনি দাদা ও বাবার পদাঙ্ক অনুসরণ করে সংগীতে মনোনিবেশ করেন।
হৃদয় খান ২০১০ সালে জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুজানা জাফরের প্রেমে পড়েন। প্রায় তিন বছর প্রেমের পর ২০১৪ সালের ১ আগস্ট দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন । কিন্তু বিয়ের মাত্র আট মাসের মধ্যে দাম্পত্য কলহের জেরে ৬ এপ্রিল ২০১৫ সালে বিচ্ছেদ হয়ে যায়। এর আগে পূর্ণিমা আকতার নামের এক মেয়েকে বিয়ে করেছিলেন হৃদয় খান। কিন্তু মাত্র ছয় মাসের মাথায় হৃদয় খানের সেই সংসারও ভেঙে যায়। বর্তমানে তিনি তৃতীয় স্ত্রী হুমাইরার সঙ্গে সংসার করছেন।