শৈশবে ধর্ষণের শিকার হয়েছিলেন এই অভিনেতা
অতীত ভুলে যাওয়া বেশ কষ্টসাধ্য। সুখকর কিছু তো বটেই, দুঃখের যেকোনো ঘটনাও মানুষ সহজে ভুলতে পারে না। আর এবার শৈশবের দুঃসহ অভিজ্ঞতা শেয়ার করলেন জনপ্রিয় অভিনেতা রাহুল রামকৃষ্ণ।
ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ভারতের দক্ষিণী ছবির অভিনেতা রাহুল রামকৃষ্ণ সম্প্রতি প্রকাশ্যে আনেন তাঁর শৈশবের কষ্টকর ঘটনার কথা। শৈশবে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি, এমন কথা নিজেই প্রকাশ্যে এনেছেন রাহুল। আর তাঁর এই স্বীকারোক্তিতে চমকে উঠেছে সবাই।
ধর্ষকের নাম প্রকাশ না করলেও এই যন্ত্রণা রাহুলকে আজীবন তাড়া করে বেড়াচ্ছে বলে জানিয়েছেন তিনি। ওই ঘটনার কোনো বিচার হয়নি জানিয়ে আক্ষেপ করেন রাহুল।
সুপারহিট তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’তে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে দেখা গিয়েছিল রাহুল রামাকৃষ্ণকে। এ ছাড়া ‘চি লা সো’, ‘ভারত আনে নেনু’, ‘জয়াম্মু নিশ্চয়াম্মু রা’, ‘শীষমহল’, ‘গীত গোবিন্দম’, ‘মিঠাই’-এর মতো একাধিক সিনেমায় দেখা গিয়েছে রাহুলকে।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এই বিষয়ে একাধারে তিনটি পোস্ট করেন রাহুল। প্রথম টুইটে লিখেছেন, ‘সবকিছুই কষ্ট দেয়।’ পরের টুইটে জানিয়েছেন ভুলতে না পারা ওই ঘটনা। তিনি লেখেন, ‘শৈশবে আমাকে ধর্ষণ করা হয়েছিল। এর থেকে বেশি কোনো যন্ত্রণার কথা বলা উচিত, আমি জানি না।’ তিনি আরো বলেন, ‘আমার সঙ্গে যে অপরাধ হয়েছে, তার কোনো বিচার হয়নি।’
সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন এই অভিনেতা। পরে অভিনয়ে জগতে পা রাখেন তিনি। জনপ্রিয় এই অভিনেতার নিজের যন্ত্রণা সম্পর্কে স্বীকারোক্তি নেট দুনিয়ায় ঝড় তুলেছে।
রাহুলের টুইটের পরিপ্রেক্ষিতে আরো এক জনপ্রিয় দক্ষিণী অভিনেতা বলেন, ‘তোমার কষ্ট আমি কোনোদিন বুঝতে পারব না। তবে তুমি হলে সত্যিকারের একজন লড়াকু। অনেক ভালোবাসা তোমার জন্য।’
আরো একজন টুইটে লেখেন, ‘এই স্বীকারোক্তি যন্ত্রণা দেয়। কিন্তু তুমি যে এটা করতে পেরেছ, এর জন্য তোমাকে ধন্যবাদ। এর ফলে অনেক সন্তান তাঁদের মা-বাবার সঙ্গে অনেক খোলাখুলি কথা বলতে পারবে।’