সমালোচকেরা অনভিজ্ঞ, প্রচারণার দরকার নেই : দেলোয়ার জাহান ঝন্টু
বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার ভয়েস বার্তা পাঠানো দীঘির সত্যি একটা ময়না পাখি ছিল। বেঁচে থাকলে সেই ময়নার বয়স সাত-আট বছর হয়ে যেত—গেল বছরের নভেম্বরে এনটিভি অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছিলেন চিত্রনায়িকা হতে যাওয়া প্রার্থনা ফারদিন দীঘি।
ময়না পাখি পোষা ছোট সেই দীঘির গায়ে ‘চিত্রনায়িকা’ তকমা লাগতে যাচ্ছে আগামী ১২ মার্চ। সব ঠিক থাকলে এদিন ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামে সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর। তবে মুক্তির আগেই সিনেমাটির পোস্টার ও ট্রেলারে হতাশ হয়েছেন দর্শকদের একাংশ। অন্তর্জালজুড়ে দিঘী যতটা জনপ্রিয়, ঠিক ততটাই সমালোচনা হচ্ছে দিঘীর প্রথম সিনেমার মান নিয়ে।
গণমাধ্যমে এমন খবরও প্রকাশিত হয়েছে যে, ‘দীঘির ছবির ট্রেলার দেখে এমবির টাকা ফেরত চাইছেন দর্শকেরা’। যদিও এই সিনেমা নির্মাণের ঘোষণার সময় সিনেমাটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেছিলেন, ‘আমার ক্যারিয়ারের যতগুলো সিনেমা বানিয়েছি, তার মধ্যে এটি সবচেয়ে ভালো ও ব্যবসাসফল ছবি হবে বলে আমি মনে করি।’
ঢাকাই সিনেমায় একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দেওয়া এই পরিচালকের কাছে ‘তুমি আছো তুমি নেই’ সিনেমা প্রসঙ্গে মন্তব্য জানতে শনিবার সকালে যোগাযোগ করে হলেই উত্তেজিত হয়ে উঠেন দেলোয়ার জাহান ঝন্টু।
সমালোচকদের অনভিজ্ঞ মনে করেন এই পরিচালক। তিনি মনে করেন সমালোচক দুই প্রকার। এনটিভি অনলাইনকে উত্তেজিত কণ্ঠে দেওয়া এই পরিচালকের বয়ানে যতটা বোঝা গেছে, ‘চলচ্চিত্র না দেখে ধারণা নিয়ে একটা (কিছু) বলা, আর একটা আছে—চলচ্চিত্র দেখে সমালোচনা করা। এখন ওরা যে কথাগুলো বলে... চলচ্চিত্র না দেখার ফলে... যা বলার দরকার, তা বলে না। দেখার পরও ওরা যে ধরনের সমালোচনা করে, সেগুলো চলচ্চিত্র সমালোচনা নয়। ওরা একেবারে অনভিজ্ঞ, চলচ্চিত্রে ঢুকে পড়েছে, ওরা কিছু প্রশ্ন করে নিয়ে আসে... ওদের প্রশ্নগুলো অবান্তরের মতো... ওরা টেকনিক্যালি কোনো কথা বলে না। আমরা টেকনিক্যালি চলচ্চিত্র নির্মাণ করি... অনেকদিন যাবৎ চলচ্চিত্র নির্মাণ করি... যদি কোনো টেকনিক্যাল প্রশ্ন না করে, আমাদের প্রশ্ন ভালো লাগে না। ওদের ওই সমালোচনাটা আমি... যারাই যে আলোচনা (করে), না বুঝেই আলোচনা করে। করতেই পারে। যার (যেমন) ধারণা, (সে) তার ধারণা নিয়েই কথা বলবে।’
সিনেমাটি নিয়ে কেমন আশাবাদী—এমন প্রশ্নে ঝন্টুর উত্তর, ‘চলচ্চিত্র পরিচালক, প্রযোজকেরা নির্মাণ করেন ব্যবসার জন্য, এটা বলার অপেক্ষা রাখে না। ব্যবসার জন্যই আমরা চলচ্চিত্র বানাই। পুরস্কার জন্য ছবি এটা নয়। সেটা আলাদা রকম হয়, কাস্টিং আলাদা হয়। এটা একেবারেই ব্যবসায়িক সিনেমা। সিনেমা হলে যেন দর্শকেরা যায়, আগের মতো যেন... সেজন্য কষ্ট করে সিনেমাটা বানিয়েছি।’
সিনেমাটি নিয়ে প্রচার নেই বলতেই দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘আমি প্রচার করব কেন। দর্শক নেই, আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে... প্রচারণার জন্য যে টাকা ওরা নেয়, সে টাকা তো হল থেকে ফিরে আসে না। এজন্য প্রচারণা দরকার নেই।’
‘তুমি আছো তুমি নেই’ সিনেমায় দীঘির বিপরীতে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।