সাব্বির নাসিরের নতুন গান ‘আমি করি তোমার আশা’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/07/12/sabbir_nasir.jpg)
‘আমি করি তোমার আশা’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক প্লাবন কোরেশির কথা, সুর ও সংগীতে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে সম্প্রতি।
গানটির মিউজিক ভিডিওতে সাব্বির নাসিরের সঙ্গে মডেল হয়েছেন ‘গহীন বালুচর’খ্যাত জান্নাতুন নূর মুন ও জালাল।
‘আমি করি তোমার আশা’ শিরোনামের গান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘প্লাবনদার গান তো সুন্দরই হয়। চেষ্টা করেছি প্রাণ থেকে গাওয়ার। জালাল ভাই সুন্দর ম্যান্ডোলিন বাজিয়েছেন। মুন খুব ন্যাচারাল ছিল গানটির সাথে। ইমন, প্রীতুল, তাহসিনের দৃশ্যায়ন চমৎকার হয়েছে। বাংলা গানের জয় হোক।’
নতুন গান প্রসঙ্গে প্লাবন কোরেশির বলেন, ‘ফোক ধাঁচের গান হলেও এতে মেলোডির ছোঁয়া আছে। গানটির গায়ক সাব্বির নাসির ভাই আমার প্রিয় একজন মানুষ। মৌলিক গানের প্রতি তার যে দুর্বার আকর্ষণ ও একাগ্র নিষ্ঠা, তাতে আমি মুগ্ধ হয়েছি। এটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’
সাব্বির নাসিরের গানে প্রথম বার মডেল হওয়া প্রসঙ্গে জান্নাতুন নূর মুন বলেন, ‘সত্যি কথা বলতে মিউজিক ভিডিওতে আমি খুবই কম কাজ করেছি। দীর্ঘ ছয় বছর পর এমন স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানের কথা ও গায়কির সঙ্গে সাব্বির নাসির ভাইয়ার সঙ্গে কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে।’