সুশান্তের মৃত্যু সইতে না পেরে মারা গেলেন ভাবি
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত (৩৪) গত রোববার (১৪ জুন) সকালে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসভবনে আত্মহত্যা করেন। প্রতিভাবান এ তরুণ অভিনেতার মৃত্যুতে শোকে বিহ্বল বিনোদন অঙ্গন। সুশান্তের মৃতদেহ তাঁর অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ছয় মাস ধরে সুশান্ত বিষণ্ণতায় ভুগছিলেন। সুশান্ত পরিবারের কনিষ্ঠ সদস্য, তাঁর চার বড় বোন রয়েছে। তাঁর মৃত্যুতে শোকাহত পুরো পরিবার ও স্বজনেরা। নতুন খবর, অভিনেতার মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন সুশান্তের ভাবি সুধা দেবী।
বার্তা সংস্থা আইএএনএসের বরাত দিয়ে ইন্ডিয়া টিভির অনলাইন সংস্করণের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সুশান্তের ভাবি সুধা দেবী এমনতিতেই জটিল রোগে ভুগছিলেন। অভিনেতার মৃত্যুর খবর তিনি সইতে পারেননি। গতকাল সোমবার মুম্বাইয়ে যখন সুশান্তের শেষকৃত্য চলছিল, সে সময় সুধা দেবী মারা যান। সুধা থাকতেন বিহারের পুর্নিয়ায়। সুধা দেবী (৪৮) সুশান্তের চাচাতো ভাই অমরেন্দ্র সিংয়ের স্ত্রী।
আজ মঙ্গলবার (১৬ জুন) আইএএনএসকে সুশান্তের আরেক তুতো ভাই পান্না সিং জানান, সুধা দেবী লিভার ক্যানসারে ভুগছিলেন। গতকাল সন্ধ্যায় তিনি মারা যান। পান্না জানান, সুশান্তের মৃত্যুর খবর শোনার পর দুদিন তিনি অচেতন ছিলেন।
সংবাদমাধ্যম ডিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, গেল কয়েক দিন এমনিতেই সুধা দেবীর শরীর খুব একটা ভালো যাচ্ছিল না। সুশান্তের আকস্মিক মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েন। খাওয়া-দাওয়া বন্ধ করে দেন। কারো সঙ্গে কথাও বলছিলেন না। গতকাল সোমবার সন্ধ্যায় সুধা দেবী মারা যান। মুম্বাইয়ে যখন সুশান্তের শেষকৃত্য চলছিল, সে সময় মারা যান সুধা।
গতকাল ভারতের মুম্বাইয়ের বিলে পার্লের পবন হ্যানস শ্মশানে অন্তিম শয্যায় যান সুশান্ত সিং রাজপুত। সে সময় তুমুল বৃষ্টি হয়েছিল। লকডাউনের কারণে শ্মশানচত্বরে উপস্থিত ছিলেন পরিবারের লোকজনসহ কয়েকজন বিনোদন অঙ্গনের বন্ধু। সুশান্তের বাবা কৃষ্ণ কুমার সিং, বোন, বোনের স্বামী ও তুতো ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন। বলিউডের বন্ধুদের মধ্যে সুশান্তের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তী, বন্ধু সন্দীপ সিং, শ্রদ্ধা কাপুর, কৃতি শ্যানন, রণবীর সোরে, রণদীপ হুদা, বিবেক ওবেরয় ও উদিত নারায়ণ উপস্থিত ছিলেন।
মুম্বাইয়ের জুহুর ড. আর এন কুপার মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে সুশান্তের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, সুশান্তের মৃত্যুর কারণ আত্মহত্যা। অভিনেতা মানসিক চাপে ছিলেন এবং গত ছয় মাস বিষণ্ণতায় ভুগছিলেন।