স্কেচ বেচে প্রাণী ও অসহায়দের পাশে ছোট্ট মেয়েটি (ভিডিও)
করোনাভাইরাসের এই ক্রান্তিকালে দরিদ্র-অসহায়দের পাশে সামর্থ্য অনুযায়ী সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। তারকারাও দিচ্ছেন অনুদান-ত্রাণ। তবে বলিউডের চলচ্চিত্র নির্মাতা ফারাহ খানের মেয়ে আনিয়ার পদক্ষেপ মুগ্ধতার রেশ ছড়িয়েছে ভালোভাবেই।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ফারাহ খান গতকাল শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তাঁর মেয়ে আনিয়াকে একটি পোষা প্রাণীর স্কেচ করতে দেখা যায়।
ফারাহ জানান, রাস্তায় থাকা প্রাণী ও অসহায়দের খাবারের সংস্থান করতে মেয়ের আঁকা স্কেচগুলো বিক্রি করা হচ্ছে। ‘কাকতালীয়ভাবে এটি জাতীয় পোষ্য দিবস ও আনিয়া এটিতে ব্যস্ত। রাস্তার প্রাণী ও অভাবগ্রস্তদের খাওয়াতে ৭০ হাজার রুপি এসেছে। সব কিছুই স্কেচের মাধ্যমে। যাঁরা আনিয়ার কাছ থেকে স্কেচগুলো অর্ডার দিয়েছেন, সেসব দয়ালু মনের মানুষকে ধন্যবাদ,’ লেখেন ফারাহ।
মন্তব্যের ঘরে আনিয়ার প্রতি ভালোবাসা জানিয়েছেন টেনিস তারকা ও ফারাহর ঘনিষ্ঠ বন্ধু সানিয়া মির্জা, জয়া আখতার, রিয়া কাপুর, তাহিরা কাশ্যপসহ আরো অনেকেই।
ফারাহকে সর্বশেষ ২০১৪ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ চলচ্চিত্র পরিচালনা করতে দেখা যায়। তবে প্রায়ই তিনি টেলিভিশন পর্দায় উপস্থিত হন।
গত বছর গুঞ্জন উঠেছিল, আশির দশকের জনপ্রিয় ছবি ‘সত্তে পে সত্তা’র রিমেক নির্মাণের মাধ্যমে পরিচালনায় ফিরবেন ফারাহ। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছিল, ওই ছবিতে বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনী অভিনীত চরিত্র দুটিতে দেখা যাবে বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে।