স্যার রজার মুরের তৃতীয় স্ত্রী লুইসা আর নেই
কিংবদন্তি ব্রিটিশ অভিনেতা স্যার রজার মুরের তৃতীয় স্ত্রী ইতালীয় অভিনেত্রী লুইসা মাত্তিয়োলি ৮৫ বছর বয়সে মারা গেছেন।
পারিবারিক বন্ধুরা জানিয়েছেন, চলচ্চিত্র ও ছোট পর্দার তারকা লুইসা কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। স্যার রজার মুরের সঙ্গে তাঁর বিবাহিত জীবন ছিল ২৪ বছরের।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটিকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন লুইসার ছেলে জিওফ্রে মুর।
জেমস বন্ড তারকা রজার মুরের ঘরে লুইসার তিন সন্তান রয়েছে। ১৯৬১ সালে তাঁদের প্রথম দেখা হয়। এর সাত বছর পর ১৯৬৮ সালে তাঁরা বিয়ে করেন। কিন্তু ১৯৯৩ সালে তাঁরা আলাদা হয়ে যান এবং আনুষ্ঠানিকভাবে তাঁদের বিচ্ছেদ হয় ২০০২ সালে। ২০১৭ সালে মারা যান স্যার রজার মুর।
১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রজার মুরকে জেমস বন্ড চরিত্রে সাত বার দেখা গেছে—লাইভ অ্যান্ড লেট ডাই (১৯৭৩), দি ম্যান উইথ দ্য গোল্ডেন গান (১৯৭৪), দি স্পাই হু লাভড মি (১৯৭৭), মুনরেকার (১৯৭৯), ফর ইউর আইস ওনলি (১৯৮১), অক্টোপাসি (১৯৮৩) ও আ ভিউ টু আ কিল (১৯৮৫)।