হাসপাতালে সোহেল রানা
করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন চিত্রনায়ক-প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা।
গেল ২৫ ডিসেম্বর সন্ধ্যায় সোহেল রানাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন তাঁর ছোটভাই চিত্রনায়ক রুবেল।
রুবেল জানিয়েছেন, ‘বর্তমানে ভাইয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। মাঝেমধ্যে অক্সিজেন সাপোর্ট লাগছে। সবার কাছে দোয়া চাই।’
ঢাকাই সিনেমার অভিনেতা, প্রযোজক ও পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানা। নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সোহেল রানা নাম ধারণ করেন। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধবিষয়ক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ তাঁর প্রযোজিত প্রথম সিনেমা। সিনেমায় অবদান রাখায় তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ২০১৯ সালে পেয়েছেন আজীবন সম্মাননা।