১০ বছর প্রেমের পর সুখবিলাসে বাগদান
হালে বলিউডে শুধু বিয়ের গুঞ্জন। রণবীর কাপুর-আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফ-ভিকি কুশলের পর কয়েক দিন আগে সেই তালিকায় যুক্ত হয়েছিলেন রাজকুমার রাও-পত্রলেখা। তবে গুঞ্জন নয়, সত্যিই গত রাতে বাগদান সেরেছেন রাজকুমার রাও-পত্রলেখা। সামাজিক পাতায় তাঁদের বাগদানের ভিডিও ভাইরাল।
টাইমস অব ইন্ডিয়া, বলিউড বাবলসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের খবর, শনিবার রাতে বাগদান সেরেছেন রাজকুমার রাও ও পত্রলেখা। শিগগিরই তাঁদের বিয়ে হবে চণ্ডীগড়ে। বাগদান অনুষ্ঠানে সাদা পোশাক পরেছিলেন দুজনই। হাঁটু মুড়ে পত্রলেখাকে বিয়ের প্রস্তাব দেন রাজকুমার। পরে তাঁরা আংটিবদল করেন।
বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ যুগলের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা। নির্মাতা ফারাহ খান ও অভিনেতা সাকিব সেলিমও উপস্থিত ছিলেন।
পত্রপত্রিকার খবর, এ যুগল প্রেম করছেন এক দশকের বেশি সময়। আগেই গুঞ্জন ছিল, নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন তাঁরা। সেই গুঞ্জন সত্যি হতে চলেছে।
রাজকুমার ও পত্রলেখার বাগদান অনুষ্ঠান হয় নয়া চণ্ডীগড়ের ওবেরয় সুখবিলাস স্পা রিসোর্টে। এবার ভক্তরা তাঁদের স্বামী-স্ত্রীরূপে দেখার জন্য উদগ্রীব।