১৩ বছর পর নোভা-আমান
ছোটপর্দার প্রিয়মুখ মডেল-অভিনেত্রী নোভা ফিরোজ। অল্প সময়ের মধ্যে শোবিজে সবার নজর কেড়েছেন তিনি। আর বড়পর্দার অভিনেতা আমান রেজা। পরিশীলিত অভিনয়ের জন্য তিনি নন্দিত। বিজ্ঞাপনচিত্রেও তিনি বেশ পরিচিত। ১৩ বছর আগে প্রদীপ ভট্টাচার্যের ‘লুক অ্যাট মি’ নামে একটি টিভি অনুষ্ঠানে প্রথমবার দুজন কাজ করেন।
এবার দীর্ঘ বিরতি ভেঙে ১৩ বছর পর টোস্টার প্রোডাকশনের একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন নোভা-আমান। নোভার প্রযোজনায় রনি ভৌমিকের পরিচালনায় নেরোলাক পেইন্টের বিজ্ঞাপনে দেখা যাবে তাঁদের।
নোভা ফিরোজ বলেন, ‘নাটকে অভিনয়ের পাশাপাশি অনেক আগে থেকে বিজ্ঞাপনেও কাজ করে যাচ্ছি। তবে বিজ্ঞাপনে তুলনামূলক কম কাজ করা হয়। গল্প পছন্দ হওয়ায় এই নতুন বিজ্ঞাপনে কাজ করেছি। তা ছাড়া চাকরি নিয়ে ব্যস্ততার কারণে সেভাবে সময়ও মিলছে না। তবে ভালো গল্প পেলে সব সময় দেখা যাবে।’
আমান রেজা বলেন, ‘বিজ্ঞাপনে কাজ করতে একটা আলাদা ভালো লাগা কাজ করে। অনেক বিজ্ঞাপন করেছি। এটি আমার ৪৫তম বিজ্ঞাপন। বিজ্ঞাপন চ্যালেঞ্জের মাধ্যম। খুব অল্প সময়ের মধ্যে দর্শককে ঠিকঠাক মেসেজটা দিতে হয়। আমার চেষ্টা ছিল, শতভাগ পরিশ্রম দিয়ে কাজটি করেছি। এ বিজ্ঞাপনও দর্শকের ভালো লাগবে বলে আশা করি।’