১৫ বছর পর ভাঙল আমিরের দ্বিতীয় সংসার
১৫ বছরের সংসারজীবনের ইতি টানলেন বলিউড সুপারস্টার আমির খান ও কিরণ রাও দম্পতি। আজ শনিবার এক যৌথ বিবৃতির মাধ্যমে এমন ঘোষণা দিয়েছেন তাঁরা।
যৌথ বিবৃতিতে এ দম্পতি লিখেছেন, ‘এই ১৫ বছরের সুন্দর যাত্রায় আমরা অনেক আনন্দ, উচ্ছ্বাস ও অভিজ্ঞতা সঞ্চয় করেছি। ভরসা, ভালোবাসা এবং শ্রদ্ধার মধ্য দিয়ে আমাদের সম্পর্ক বিকশিত হয়েছে। এ বার আমরা জীবনের নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছি। কিন্তু স্বামী-স্ত্রী হিসেবে নয়, আমাদের সন্তানের মা-বাবা এবং পরিবারের সদস্য হিসেবে।’
তবে তাঁদের এ বিচ্ছেদ ঘোষণা হঠাৎ সিদ্ধান্ত নয়। সময় নিয়ে ও পরিকল্পনা করেই দাম্পত্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন আমির-কিরণ।
যৌথ বিবৃতিতে জানিয়েছেন, আলাদা থাকলেও ছেলে আজাদের প্রতি সমস্ত কর্তব্য পালন করবেন আমির ও কিরণ। ব্যক্তিজীবনের এই সিদ্ধান্তের প্রভাব পেশাগত দিকে পড়বে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তাঁদের ভাষ্য, ‘আমরা একসঙ্গে সিনেমা করব। আমাদের পানি ফাউন্ডেশনের কাজ এবং অন্যান্য যে কাজগুলো আমরা করতে ভালোবাসি, তার সবকিছুই একসঙ্গে করব।’
ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এ দম্পতির আহ্বান, তাঁরা যেন তাঁদের শুভ কামনা করেন। তাঁদের দাবি, বিবাহবিচ্ছেদ মানেই সব শেষ নয়, নতুন যাত্রা শুরু।
২০০৫ সালের ডিসেম্বরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাঁদের ঘরে রয়েছে এক পুত্রসন্তান আজাদ রাও। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আজাদ জন্মগ্রহণ করে। এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান। তাঁদের ঘরে রয়েছে দুই সন্তান ইরা খান ও জুনাইদ খান।