৩১৪ কোটিতে বক্স অফিসে অজয় দেবগনের ঝড়
শুধু ভারতের চলচ্চিত্র অঙ্গনের জন্য নয়, আন্তর্জাতিক বাজারেও ২০২০ ছিল ধ্বংসাত্মক বছর। করোনা মহামারির কারণে লকডাউন শুরু হয়। বন্ধ হয় প্রেক্ষাগৃহ। আর এতে চলচ্চিত্র নির্মাণ থেকে মুক্তি পিছিয়ে যায়। ফলে চলচ্চিত্র অঙ্গন থেকে আয়ে ধস নামে। এখন অবশ্য ভারতে প্রেক্ষাগৃহ খুলতে শুরু করেছে, তবে প্রেক্ষাগৃহে মিলছে অর্ধেক আসনের টিকেট। স্বাভাবিক অবস্থায় ফিরতে দীর্ঘ সময় লাগবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা। তবে ২০২০ সাল শেষের দিকে।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার খবর, ২০২০ সালে ভারতের বক্স অফিসে সবচেয়ে বেশি আয় করেছে অজয় দেবগন ও সাইফ আলি খান অভিনীত ‘তানহাজি—দ্য আনসাং ওয়ারিয়র’। এ সিনেমা সংগ্রহ করে ২৭৯.৫৫ কোটি রুপি। এর পরে সবচেয়ে বেশি আয় টাইগার শ্রফের ‘বাঘি থ্রি’, সংগ্রহ করে ৯৩.৩৭ কোটি রুপি। তৃতীয় অবস্থানে ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’, এর সংগ্রহ ৬৮.২৮ কোটি রুপি।
২০২০ সালে ভারতের বক্স অফিসে শীর্ষে তিন সিনেমা
তানহাজি—দ্য আনসাং ওয়ারিয়র—২৭৯.৫৫ কোটি রুপি
বাঘি থ্রি—৯৩.৩৭ কোটি রুপি
স্ট্রিড ড্যান্সার থ্রিডি—৬৮.২৮ কোটি রুপি
শুধু তা-ই নয়, আন্তর্জাতিক বাজারেও অজয় দেবগনের ‘তানহাজি’ বেশ ভালো আয় করে, সংগ্রহ ৩৪.৮৫ কোটি রুপি। অন্যদিকে, ‘বাঘি থ্রি’ সংগ্রহ করে ২৫.৯ কোটি রুপি এবং ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সংগ্রহ করে ১৫.৭১ কোটি রুপি।
২০২০ সালে আন্তর্জাতিক সংগ্রহ
তানহাজি দ্য—আনসাং ওয়ারিয়র—৪.৯২ মিলিয়ন মার্কিন ডলার (৩৪.৮৫ কোটি রুপি)
বাঘি থ্রি—৩.৫০ মিলিয়ন মার্কিন ডলার (২৫.৯ কোটি রুপি)
স্ট্রিট ড্যান্সার থ্রিডি—২.২০ মিলিয়ন মার্কিন ডলার (১৫.৭১ কোটি রুপি)
আরেকটি ব্যাপার হলো, এবারই প্রথম কোনো বছরে অজয় দেবগনের সিনেমা সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে উঠল। ভারতের বক্স অফিস ও আন্তর্জাতিক সংগ্রহ মিলিয়ে অজয়ের সিনেমার আয় ৩১৪ কোটি রুপির বেশি। তবে রণবীর সিংয়ের ‘৮৩’ সিনেমা যদি রুপালি পর্দায় মুক্তি পেত, চিত্র বদলে যেতে পারত।
১০ বছরে সর্বোচ্চ আয় করা সিনেমা
২০২০ : অজয় দেবগন, তানহাজি—দ্য আনসাং ওয়ারিয়র
২০১৯ : হৃতিক রোশন/টাইগার শ্রফ, ওয়্যার
২০১৮ : রণবীর কাপুর, সঞ্জু
২০১৭ : প্রভাস, বাহুবলি টু (হিন্দি সংস্করণ) ও সালমান খান, টাইগার জিন্দা হ্যায়
২০১৬ : আমির খান, দঙ্গল
২০১৫ : সালমান খান, বজরঙ্গি ভাইজান
২০১৪ : আমির খান, পিকে
২০১৩ : আমির খান, ধুম থ্রি
২০১২ : সালমান খান, এক থা টাইগার
২০১১ : সালমান খান, বডিগার্ড