৪০ পূর্ণ করে আরো ভালোবাসার প্রতিশ্রুতি স্বস্তিকার
কোলজুড়ে পাঁচটি কুকুরছানা। ডিসেম্বরের এই শীতে তারা যেন একটু উষ্ণতা খুঁজে পেয়েছে কলকাতার সিনেমায় ঝড় তোলা অভিনেত্রীর বুকে। এখন অবশ্য বলিউডও কাঁপাচ্ছেন। গোলাপি পোশাকে নিজের ৪০তম জন্মদিনে স্বস্তিকা মুখার্জি এমন আটটি আদুরে ছবি শেয়ার করেছেন অন্তর্জালে।
জন্মদিনে এসব ছবির ক্যাপশনে স্বস্তিকা জুড়ে দিয়েছেন ভালোবাসার কবিতা। নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন এসএম।’ এসএম মানে যে স্বস্তিকা মুখার্জি তা বুঝতে অসুবিধে হয়নি অনুরাগীদের। এর পরেই তাঁর প্রতিশ্রুতি, ‘কথা দিচ্ছি, তোমাকে আরো ভালোবাসব।’ যুক্ত করেছেন লালরঙা ভালোবাসার ইমোজি।
স্থিরচিত্র প্রকাশের আগে কুকুরছানাদের সঙ্গে দুষ্টুমি-খুনসুটির একটি ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা মুখার্জি। সেখানেও অভিনেত্রীর স্পষ্ট ভাষ্য, ‘হ্যাপি বার্থডে টু মি।’ সঙ্গে চুমুর ইমোজি। মানে দাঁড়াচ্ছে, বিশেষ দিনে নিজেকে ভালোবাসার বিশেষ বার্তাই দিলেন স্বস্তিকা।
স্বস্তিকা মুখার্জি ১৯৮০ সালের আজকের দিনে কলকাতায় জন্মগ্রহণ করেন। অভিনেতা শন্তু মুখোপাধ্যায় ছিলেন তাঁর বাবা। স্বস্তিকা টেলিভিশন ধারাবাহিক ‘দেবদাসী’ দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। ২০০৩ সালে ‘হেমন্তের পাখি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন। তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান ‘মাস্তান’ সিনেমায়। ‘মুম্বাই কাটিং’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন এই নায়িকা। কিছুদিন আগে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘পাতাললোক’ বেশ প্রশংসিত হয়েছে।
দারুণ অভিনয়ের পাশাপাশি সাহসী চরিত্রে অভিনয়ের জন্য প্রায়ই আলোচনায় থাকেন স্বস্তিকা মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতেও তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী।